শামসুল হক (মেঘালয়ের রাজনীতিবিদ)

শামসুল হক (বাংলা: শামসুল হক) ছিলেন একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ। তিনি মেঘালয় বিধানসভার মহেন্দ্রগঞ্জ আসনের প্রথম বিধায়ক ছিলেন।[]

শামসুল হক
মেঘালয় বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
১৯৭২ – ১৯৭৮
পূর্বসূরীPost established
উত্তরসূরীManik Ch. Das
সংসদীয় এলাকাMahendraganj
ব্যক্তিগত বিবরণ
জন্মMajherchar, মেঘালয়
রাজনৈতিক দলস্বতন্ত্র

হক মেঘালয়ের গারো পাহাড়ের মাঝেরচর গ্রামে এক বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। স্বতন্ত্র প্রার্থী হওয়া সত্ত্বেও, তিনি রাজ্যের প্রথম নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের খেলারাম বর্মনকে পরাজিত করেন, এইভাবে দক্ষিণ পশ্চিম গারো পাহাড় জেলার মহেন্দ্রগঞ্জ নির্বাচনী এলাকায় একটি আসন জিতেছিলেন। হকের অবদানের মধ্যে মহেন্দ্রগঞ্জের বিদ্যুতায়নের দাবি ছিল।[] ১৯৭৪ সালের ১৪ জুলাই সীমান্ত নিরাপত্তা বাহিনী মাঝেরচর ও আশপাশের গ্রামে নৃশংসতা চালায়। হক তার ভোটারদের রক্ষা করার চেষ্টা করেছিলেন কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স তাকে অপহরণ করে তাদের নিকটবর্তী চেকপয়েন্টে আটকে রাখে। পরদিন স্থানীয় পুলিশ হককে মুক্ত করতে সক্ষম হয়।[]

তিনি ১৯৭৮ এবং ১৯৮৩ মেঘালয় বিধানসভা নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন কিন্তু উভয় নির্বাচনেই দ্বিতীয় স্থানে ছিলেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Mahendraganj Assembly Constituency"Result University। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২২ 
  2. "Meghalaya Legislative Assembly Debates"। Meghalaya Legislative Assembly। ১৯৭৭: 70। 
  3. "Lok Sabha Debates"। ১৯৭৪: 210।