শামসুর রাহমানের গ্রন্থাবলি
বাংলা ভাষার কবি শামসুর রাহমানের গ্রন্থের তালিকা নিম্নে প্রদত্ত হল:
কাব্যগ্রন্থ
সম্পাদনা- প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০)
- রৌদ্র করোটিতে (১৯৬৩)
- বিধ্বস্ত নিলীমা (১৯৬৭)
- নিরালোকে দিব্যরথ (১৯৬৮)
- নিজ বাসভূমে (১৯৭০)
- বন্দী শিবির থেকে (১৯৭২)
- দুঃসময়ে মুখোমুখি (১৯৭৩)
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা (১৯৭৪)
- আদিগন্ত নগ্ন পদধ্বনি (১৯৭৪)
- এক ধরনের অহংকার (১৯৭৫)
- আমি অনাহারী (১৯৭৬)
- শূন্যতায় তুমি শোকসভা (১৯৭৭)
- বাংলাদেশ স্বপ্ন দেখে (১৯৭৭)
- প্রতিদিন ঘরহীন ঘরে (১৯৭৮)
- প্রেমের কবিতা (১৯৮১)
- ইকারুসের আকাশ (১৯৮২)
- মাতাল ঋত্বিক (১৯৮২)
- উদ্ভট উটের পিঠে চলেছে (১৯৮৩)
- কবিতার সঙ্গে গেরস্থালি (১৯৮৩)
- নায়কের ছায়া (১৯৮৩)
- আমার কোন তাড়া নেই (১৯৮৪)
- যে অন্ধ সুন্দরী কাঁদে (১৯৮৪)
- অস্ত্রে আমার বিশ্বাস নেই (১৯৮৫)
- হোমারের স্বপ্নময় হাত (১৯৮৫)
- শিরোনাম মনে পড়ে না (১৯৮৫)
- ইচ্ছে হয় একটু দাঁড়াই (১৯৮৫)
- ধুলায় গড়ায় শিরস্ত্রাণ (১৯৮৫)
- এক ফোঁটা কেমন অনল (১৯৮৬)
- টেবিলে আপেলগুলো হেসে উঠে (১৯৮৬)
- দেশদ্রোহী হতে ইচ্ছে করে (১৯৮৬)
- অবিরল জলভূমি (১৯৮৬)
- আমরা ক'জন সঙ্গী (১৯৮৬)
- ঝর্ণা আমার আঙুলে (১৯৮৭)
- স্বপ্নেরা ডুকরে উঠে বারবার (১৯৮৭)
- খুব বেশি ভালো থাকতে নেই (১৯৮৭)
- মঞ্চের মাঝখানে (১৯৮৮)
- বুক তার বাংলাদেশের হৃদয় (১৯৮৮)
- হৃদয়ে আমার পৃথিবীর আলো (১৯৮৯)
- সে এক পরবাসে (১৯৯০)
- গৃহযুদ্ধের আগে (১৯৯০)
- খন্ডিত গৌরব (১৯৯২)
- ধ্বংসের কিনারে বসে (১৯৯২)
- হরিণের হাড় (১৯৯৩)
- আকাশ আসবে নেমে (১৯৯৪)
- উজাড় বাগানে (১৯৯৫)
- এসো কোকিল এসো স্বর্ণচাঁপা (১৯৯৫)
- মানব হৃদয়ে নৈবদ্য সাজাই (১৯৯৬)
- তুমিই নিঃশ্বাস তুমিই হৃৎস্পন্দন (১৯৯৬)
- তোমাকেই ডেকে ডেকে রক্তচক্ষু কোকিল হয়েছি (১৯৯৭)
- হেমন্ত সন্ধ্যায় কিছুকাল (১৯৯৭)
- ছায়াগণের সঙ্গে কিছুক্ষণ (১৯৯৭)
- মেঘলোকে মনোজ নিবাস (১৯৯৮)
- সৌন্দর্য আমার ঘরে (১৯৯৮)
- রূপের প্রবালে দগ্ধ সন্ধ্যা রাতে (১৯৯৮)
- টুকরা কিছু সংলাপের সাঁকো (১৯৯৮)
- স্বপ্নে ও দুঃস্বপ্নে বেচে আছি (১৯৯৯)
- নক্ষত্র বাজাতে বাজাতে (২০০০)
- শুনি হৃদয়ের ধ্বনি (২০০০)
- হৃদপদ্মে জ্যোৎস্না দোলে (২০০১)
- ভগ্নস্তূপে গোলাপের হাসি (২০০২)
- ভাঙাচোরা চাঁদ মুখ কালো করে ধুকছে (২০০৩)
- গন্তব্য নাই বা থাকুক (২০০৪)
- কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে (২০০৪)
- গোরস্থানে কোকিলের করুণ আহবান (২০০৫)
- অন্ধকার থেকে আলোয় (২০০৬)
- না বাস্তব না দুঃস্বপ্ন (২০০৬)
শিশু কিশোর সাহিত্য
সম্পাদনা- এলাটিং বেলাটিং (১৯৭৪)
- ধান ভানলে কুঁড়ো দেব (১৯৭৭)
- গোলাপ ফুটে খুকির হাতে (১৯৭৭)
- স্মৃতির শহর (১৯৭৯)
- রংধনুর সাঁকো (১৯৯৪)
- লাল ফুলকির ছড়া (১৯৯৫)
- নয়নার জন্য (১৯৯৭)
- আমের কুঁড়ি জামের কুঁড়ি (২০০৪)
- নয়নার জন্য গোলাপ (২০০৫)
উপন্যাস
সম্পাদনা- অক্টোপাশ (১৯৮৩)
- অদ্ভুত আঁধার এক (১৯৮৫)
- নিয়ত মন্তাজ (১৯৮৫)
- এলো সে অবেলায় (১৯৯৪)
আত্মস্মৃতি
সম্পাদনা- স্মৃতির শহর (১৯৭৯)
- কালের ধুলোয় লেখা (২০০৪)
অনুবাদ কবিতা
সম্পাদনা- ফ্রস্টের কবিতা (১৯৬৬)
- রবার্ট ফ্রস্টের নির্বাচিত কবিতা (১৯৬৮)
- খাজা ফরিদের কবিতা (১৯৬৮)
অনুবাদ নাটক
সম্পাদনা- হৃদয়ের ঋতু (মূল: টেনেসি উইলিয়মস)
- মার্কোমিলিয়ান্স্ (মূল: ইউজিন ও'নীল; ১৯৬৭)
- হ্যামলেট (মূল: উইলিয়ম শেক্সপিয়র; ১৯৯৫)
প্রবন্ধ
সম্পাদনা- আমৃত্যু তাঁর জীবনানন্দ (১৯৮৬)
- শামসুর রাহমানের প্রবন্ধ (২০০১)
- কবিতা এক ধরনের আশ্রয় (২০০২)
নিবন্ধ
সম্পাদনা- কবে শেষ হবে কৃষ্ণপক্ষ (২০০৬)
কলাম
সম্পাদনা- একান্ত ভাবনা (২০০১)
গল্প
সম্পাদনা- শামসুর রাহমানের গল্প (২০০২)
আত্মজীবনী
সম্পাদনা- কালের ধুলোয় লেখা
রচনাবলি
সম্পাদনা১. সৃতির শহর।