শাবাকা পাথর (অপর নাম: শাবাকো পাথর) একটি প্রাচীন মিশরীয় ধর্মীয় লিপি-সংবলিত প্রত্নবস্তু। এটি মিশরের পঞ্চবিংশ রাজবংশের সমসাময়িক।[১]

ব্রিটিশ মিউজিয়ামের প্রদর্শনী কক্ষে শাবাকা পাথর। এটির পরিমাপ ০.৬৬ বাই ১.৩৭ মিটার (২ ফু ২ ইঞ্চি বাই ৪ ফু ৬ ইঞ্চি)।

একটি নাতিদীর্ঘ ভূমিকা ও পরিশিষ্ট সারসংক্ষেপ সহ লিপিটি দু’টি প্রধান ভাগে বিভক্ত। প্রথম ভাগের বিষয়বস্তু হোরাসের মাধ্যমে পিতাহ্ কর্তৃক উচ্চনিম্ন মিশরের রাজনৈতিক ঐক্যবদ্ধকরণ এবং দ্বিতীয় ভাগটি হল "মেমফিসীয় ধর্মতত্ত্ব" বা "মেমফিসীয় নাটক" নামে পরিচিত একটি সৃষ্টি উপাখ্যান,[২] যার মাধ্যমে পিতাহ্কে দেবতা সহ সকল বস্তুর স্রষ্টা হিসেবে প্রতিষ্ঠা দান করা হয়েছিল।

এই লিপিটিতে উল্লেখ করা হয়েছে যে, মেমফিস শহরেই মিশরকে ঐক্যবদ্ধ করা হয়েছিল।[৩] লিপিটিতে আরও বলা হয়েছে যে, ওসাইরিসের মৃতদেহ নদীতীরে ভেসে এলে তাঁকে এই শহরেই সমাধিস্থ করা হয়।[৩]

পরবর্তী বছরগুলিকে পাথরটিকে সম্ভবত একটি জাঁতাকল হিসেবে ব্যবহার করা হয়েছিল, [৪] যার ফলে এটির গায়ে উৎকীর্ণ চিত্রলিপিগুলি ক্ষতিগ্রস্ত হয়। পররবর্তীকালে অন্যান্য ইচ্ছাকৃত ক্ষতিসাধনের ফলেও উৎকীর্ণ লিপিগুলি আরও অস্পষ্ট হয়ে যায়।[৫][৫][৬][৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. The Shabako Stone ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ আগস্ট ২০১৮ তারিখে, British Museum
  2. Smith, Homer W. (১৯৫২)। Man and His Gods । New York: Grosset & Dunlap। পৃষ্ঠা 45Internal evidence has satisfied all authorities that the archetype from which the copy was made must have been written at the opening of the dynastic period. 
  3. Finnestad 1976, পৃ. 81।
  4. El Hawary 2007, পৃ. 569।
  5. El Hawary 2007, পৃ. 570।
  6. El Hawary 2007, পৃ. 571।
  7. El Hawary 2007, পৃ. 572।

উল্লেখপঞ্জি সম্পাদনা

  • Bodine, Joshua J. (এপ্রিল ২০০৯)। "The Shabaka Stone: An Introduction"Studia Antiqua7 (1): 17 – BYU ScholarsArchive-এর মাধ্যমে। 
  • Finnestad, Ragnhild Bjerre (১৯৭৬)। "Ptah, Creator of the Gods: Reconsideration of the Ptah Sections of the Denkmai"। Numen23 (2)। 
  • El Hawary, Amr (২০০৭)। "New Findings About the Memphite Theology"। Goyon, Jean-Claude; Cardin, Christine। Proceedings of the Ninth International Congress of Egyptologists। Leuven (Belgium): Peeters Publishers & Department of Oriental Studies। 

বহিঃসংযোগ সম্পাদনা