শাকিলা

ভারতীয় অভিনেত্রী

শাকিলা (১ জানুয়ারী ১৯৩৫ — ২০ সেপ্টেম্বর ২০১৭) ছিলেন একজন ভারতীয় অভিনেত্রী। তিনি বিশেষ করে গুরু দত্তের চলচ্চিত্র আর পার (১৯৫৪) এবং সিআইডি (১৯৫৬) অসাধারন অভিনয়ের সুবাদে সুপরিচিত।

আর পার চলচ্চিত্রে শাকিলা এবং জনি ওয়ালকার

কর্মজীবনসম্পাদনা

শাকিলা ১৯৬২ সালে শক্তি সামন্তর চলচ্চিত্র চায়না টাউন এ শাম্মি কাপুরের বিপরীতে অভিষেক লাভ করেন। এরপর তিনি পোস্ট বক্স ৯৯৯ চলচ্চিত্রে অসাধারন অভিনয় করে সবার নজর কাড়েন। তিনি ২বার বিয়ে করেছিলেন।[১] তার স্বামীর নাম ছিল জনি বারবার।[২]

চলচ্চিত্রের তালিকাসম্পাদনা

  • ১৯৪৯ দুনিয়া
  • ১৯৫০ দাস্তান
  • ১৯৫৩ আরমান
  • ১৯৫৩ ম্যাডমাস্ত
  • ১৯৫৩ শাহেনশাহ
  • ১৯৫৩ আগোস
  • ১৯৫৪ আর পার - নর্তকী (ক্যাপটেন মল)
  • ১৯৫৪ দান
  • ১৯৫৪ গুল বাহার
  • ১৯৫৪ হাল্লা গুল্লা
  • ১৯৫৪ খুশবু
  • ১৯৫৪ লায়লা
  • ১৯৫৪ লাল পরী
  • ১৯৫৪ আলী বাবা ৪০ চোর - মর্জিনা
  • ১৯৫৪ নুর মহল
  • ১৯৫৫ মাস্ত কালান্দার
  • ১৯৫৫ রত্না মন্জরি
  • ১৯৫৬ সি.ই.ডি. - রেখা
  • ১৯৫৬ ক্যারাভান
  • ১৯৫৬ হাতিম তাই
  • ১৯৫৬ জানসি কি রানি - কাশি (শাকিলা)
  • ১৯৫৬ মালিকা
  • ১৯৫৬ পয়সা হি পয়সা
  • ১৯৫৬ রুপ কুমারী
  • ১৯৫৭ বেগুনাহ
  • ১৯৫৭ নাগ পদ্মিমী
  • ১৯৫৭ পারিস্তান
  • ১৯৫৭ আগ্রা রোড
  • ১৯৫৮ আল হিলাল
  • ১৯৫৮ চাওবিস ঘান্টে
  • ১৯৫৮ পোস্ট বক্স ৯৯৯ - নিলিমা

তথ্যসূত্রসম্পাদনা

  1. I will miss Shakila: Waheeda Rehman - DNA India
  2. "Great Gambler"। ২০০৯-০২-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-২৯ 

বহিঃসংযোগসম্পাদনা