শহীদ মনু মিয়া

ফখরুদ দৌলা মনু মিয়া বা শহীদ মনু মিয়া ছিলেন ছয় দফা আন্দোলনের প্রথম শহীদ। তিনি ১৯৬৬ সনের ৭ই জুন ছয় দফা আন্দোলনে শহীদ হন।[১][২]

ফখরুদ দৌলা মনু মিয়া
শহীদ মনু মিয়া.jpeg
জন্ম
মৃত্যু৭ জুন ১৯৬৬ ইং
পরিচিতির কারণছয় দফা আন্দোলনের প্রথম শহীদ
আন্দোলনছয় দফা আন্দোলন
পিতা-মাতামনহুর আলী (বাবা)

প্রাথমিক পরিচয়সম্পাদনা

শহীদ মনু মিয়ার জন্ম সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বড়দেশ গ্রামে। পিতা মনহুর আলী খানের ৬ পুত্র ও ৩ কন্যার মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।[২]

কর্মজীবনসম্পাদনা

শহীদ মনু মিয়া পারিবারিক সমস্যার কারণে প্রাথমিকের বেশি লেখাপড়া করতে পারেননি। ২০-২২ বছর বয়স পর্যন্ত বাড়িতে গৃহস্থালি কাজ করেন। অতঃপর জীবিকার তাগিদে ঢাকায় পাড়ি দেন। গাড়ি চালানো শিখে চাকরি নেন এক কোমল পানীয়ের কোম্পানিতে।[২]

ছয়দফা আন্দোলনসম্পাদনা

১৯৬৬ সালের ৭ই জুন সকাল ১১টার দিকে তেজগাঁও শিল্প এলাকার শ্রমিক কর্মচারীরা মিছিল নিয়ে রাজপথে বের হয়। তারা তেজগাঁও রেলস্টেশনের আউটার সিগনালের কাছে অবস্থান নিয়ে রেললাইন অবরোধ করে। পুলিশরা তাদেরকে দমানোর চেষ্টা করে ব্যর্থ হলে একপর্যায়ে প্রতিবাদকারী শ্রমিক-জনতার ওপর গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ৩০ বছর বয়সী শ্রমিক মনু মিয়া। ছয় দফা আন্দোলনের প্রথম শহীদ ছিলেন তিনি। মনু মিয়ার লাশ নিয়ে ছাত্র-জনতা ও শ্রমিকরা বিশাল বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। এভাবে সাধারণ জনতার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ আরো বহুগুণ বেড়ে যায়। ফলশ্রুতিতে বাঙালির স্বাধীকার চেতনা প্রবল হয় এবং স্বাধীনতা আন্দোলনের মতো একটি আন্দোলনের প্রয়োজন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। ।[২][৩][৪]

স্মৃতি সংরক্ষণসম্পাদনা

স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার শহীদ মনু মিয়ার স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেয়। রাজধানী ঢাকার তেজগাঁও নাখালপাড়ায় তার নামে ‘মনু মিয়া উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করা হয়। এছাড়াও স্থানীয়ভাবে শহীদ মনু মিয়ার স্মৃতিচিহ্ন রক্ষার্থে বিয়ানীবাজারের যুক্তরাষ্ট্র প্রবাসীদের অর্থায়নে একটি স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে।[২]

তথ্যসূত্রসম্পাদনা

  1. প্রতিবেদক, নিজস্ব। "ঐতিহাসিক ৬ দফা দিবস আজ"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৮ 
  2. "৬ দফা আন্দোলনে শহীদ মনু মিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ"মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৮ 
  3. "শহীদ মনু মিয়া স্মরণে বিয়ানীবাজারে কর্মসূচি গ্রহণ"সিলেটের ডাক (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-০৭। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "ঐতিহাসিক ৬ দফা আন্দোলন ও একজন শহিদ মনু মিয়া"সিলেটের ডাক (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-০৭। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৮