সবুজ শহর বা শহরিসবজ (উজবেক: Шаҳрисабз Shahrisabz; তাজিক: Шаҳрисабз; ফার্সি: شهر سبز shahr-e সাবজ (সবুজ / শ্যামল শহর); রুশ: Шахрисабз) হচ্ছে দক্ষিণ উজবেকিস্তান এর কাশকাদার্য অঞ্চলে অবস্থিত। সমরকন্দ প্রায় কিলোমিটার দক্ষিণ অবস্থিত। ২০১৪ সালে এখানকার জনসংখ্যা ছিলো ১০০,৩০০ জন।[১] এটি ৬২২ মিটার উচ্চতায় অবস্থিত মধ্য এশিয়ার একটি প্রধান শহর। আজকের দিনে স্থানটি ১৪ শতকের বিখ্যাত তুর্ক-মোংল বিজেতা তৈমুর লং জন্মস্থান হিসেবে সুবিখ্যাত।

শাখরিসিবজ ঐতিহাসিক কেন্দ্র
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান
কক-গুম্বাজ মসজিদ
মানদণ্ডসাংস্কৃতিক: iii, iv
সূত্র885
তালিকাভুক্তকরণ২০০০ (২৪তম সভা)
স্থানাঙ্ক৩৯°০৩′ উত্তর ৬৬°৫০′ পূর্ব / ৩৯.০৫০° উত্তর ৬৬.৮৩৩° পূর্ব / 39.050; 66.833
শহরিসবজ উজবেকিস্তান-এ অবস্থিত
শহরিসবজ
Location in Uzbekistan
শাহরিসব্জের সুজানি কাপড় যা ১৯ শতকের প্রথমার্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইতিহাস সম্পাদনা

পূর্বে এটা কেশ বা কিশ (হৃদয় হরা) নামে পরিচিত ছিলো এবং সম্ভবত প্রাচীন নাউতাকার সাথে চিহ্নিত ছিলো। শহরিসব্জ মধ্য এশিয়ার অন্যতম প্রাচীন শহর। এটা ২৭০০ বছরেরও বেশি আগে প্রতিষ্ঠিত হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এর নাম শহরিসবজ আধুনি যুগে করা হয়েছে।

৬ষ্ঠ থেকে ৪র্থ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত এটা আখামেনিদ সাম্রাজ্যের অংশ ছিলো।

ঐতিহাসিক সাইট সম্পাদনা

 
আক সারে রাজপ্রাসাদের অংশ

শহরের প্রাচীন অংশে বেশ কিছু চিত্তাকর্ষক তৈমুরি রাজবংশের স্থাপনা দাঁড়িয়ে আছে যা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে।

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Статистический буклет «О населении языком цифр»"। ১৪ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৭