শরানা জেলা

আফগানিস্তানের জেলা

শরানা জেলা (পশতু: شرنه ولسوالۍ, ফার্সি: ولسوالی شرنه) আফগানিস্তানের পাক্তিকা প্রদেশের রাজধানী শহরে অবস্থিত একটি অন্যতম জেলা।[১] এছাড়াও এটি শরানা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ার কারণে যাবতীয় উন্নয়নমূলক কাজ এখান থেকেই সংগঠিত হয়ে থাকে। পাক্তিকা প্রদেশ এবং শরানা সরকারের যৌথ পরিচালনায় জেলাটিতে পুলিশ সদর দপ্তর গঠিত হয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Paktika Personalities: An Examination of the Tribes and the Significant People of a Traditional Pashtun Province – Timothy S. Timmons and Rashid Hassanpoor (2007)