শরণঙ্কর বুদ্ধ
প্রাচীনকালের ঊনত্রিশ বুদ্ধের তৃতীয়
শরণঙ্কর বুদ্ধ বা শরণন্কর বুদ্ধ হলো ঊনত্রিশ বুদ্ধের মধ্যে তৃতীয় যিনি ঐতিহাসিক গৌতম বুদ্ধের পূর্ববর্তী বুদ্ধ ছিলেন।[১] এছাড়াও তিনি সারমণ্দ-কল্পের তৃতীয় বুদ্ধও ছিলেন।[২]
শরণঙ্কর বুদ্ধ | |
---|---|
সংস্কৃত | Śaraṇaṃkara |
পালি | Saraṇaṅkara |
বর্মী | သရဏင်္ကရာ ဘုရား |
সিংহল | සරණංකර බුදුන් වහන්සේ Saranankara Budun Wahanse |
তথ্য | |
ঐতিহ্য | থেরবাদ |
পূর্বসূরী | মেধঙ্কর বুদ্ধ |
উত্তরসূরী | দীপঙ্কর বুদ্ধ |
তিনি ৯০,০০০ বছর বেঁচে ছিলেন। তাঁর জীবদ্দশায় তিনি অনেক জীবকে মুক্ত করেছিলেন। তিনি তাঁর শিষ্যদের সাথে পরিনির্বাণ লাভ করেছিলেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Horner, IB, ed. (1975). The minor anthologies of the Pali canon. Volume III: Buddhavaṁsa (Chronicle of Buddhas) and Cariyāpiṭaka (Basket of Conduct)
- ↑ Saranankara, https://www.palikanon.com
- ↑ "The life of 28 Buddhas, https://www.dhammaransi.net
বৌদ্ধধর্ম বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |