শরণঙ্কর বুদ্ধ

প্রাচীনকালের ঊনত্রিশ বুদ্ধের তৃতীয়

শরণঙ্কর বুদ্ধ বা শরণন্কর বুদ্ধ হলো ঊনত্রিশ বুদ্ধের মধ্যে তৃতীয় যিনি ঐতিহাসিক গৌতম বুদ্ধের পূর্ববর্তী বুদ্ধ ছিলেন।[] এছাড়াও তিনি সারমণ্দ-কল্পের তৃতীয় বুদ্ধও ছিলেন।[]

শরণঙ্কর বুদ্ধ
সংস্কৃতŚaraṇaṃkara
পালিSaraṇaṅkara
বর্মীသရဏင်္ကရာ ဘုရား
সিংহলසරණංකර බුදුන් වහන්සේ
Saranankara Budun Wahanse
তথ্য
ঐতিহ্যথেরবাদ
পূর্বসূরীমেধঙ্কর বুদ্ধ
উত্তরসূরীদীপঙ্কর বুদ্ধ

তিনি ৯০,০০০ বছর বেঁচে ছিলেন। তাঁর জীবদ্দশায় তিনি অনেক জীবকে মুক্ত করেছিলেন। তিনি তাঁর শিষ্যদের সাথে পরিনির্বাণ লাভ করেছিলেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Horner, IB, ed. (1975). The minor anthologies of the Pali canon. Volume III: Buddhavaṁsa (Chronicle of Buddhas) and Cariyāpiṭaka (Basket of Conduct)
  2. Saranankara, https://www.palikanon.com
  3. "The life of 28 Buddhas, https://www.dhammaransi.net