ল্হো-ব্রাগ-র্গ্যাল-স্রাস-ব্জাং-পো

ল্হো-ব্রাগ-র্গ্যাল-স্রাস-ব্জাং-পো (ওয়াইলি: lho brag rgyal sras bzang po) (মৃত্যু-১৩৫৬) চতুর্দশ শতাব্দীর ব্কা'-গ্দাম্স ধর্মসম্প্রদায়ের একজন বিখ্যাত তিব্বতী পণ্ডিত ছিলেন।

ল্হো-ব্রাগ-র্গ্যাল-স্রাস-ব্জাং-পো

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

ল্হো-ব্রাগ-র্গ্যাল-স্রাস-ব্জাং-পো ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে দক্ষিণ তিব্বতের ল্হো-ব্রাগ অঞ্চলে শুদ-বু পরিবারগোষ্ঠীতে জন্মগ্রহণ করেন। তিনি দশ বছর বয়সে ল্হো-ব্রাগ-সেং-গে-ব্জাং-পো নামক ব্কা'-গ্দাম্স ধর্মসম্প্রদায়ের বিখ্যাত পণ্ডিতের নিকট দীক্ষা গ্রহণ করেন এবং মহাকরুণা ও লাম-রিম সম্বন্ধে শিক্ষা গ্রহণ করেন। তিনি ম্ত্শো-স্না-বা-শেস-রাব-ব্জাং-পো (ওয়াইলি: mtsho sna ba shes rab bzang po) ও মোন-গ্রা-পা-ত্শুল-খ্রিম্স-ব্ক্রা-শিস (ওয়াইলি: mon gra pa tshul khrims bkra shis) নামক ব্কা'-গ্দাম্স ধর্মসম্প্রদায়ের বিখ্যাত দুই পণ্ডিতের নিকট শিষ্যত্ব গ্রহণ করেন। তার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য শিষ্য ছিলেন গ্রুব-ছেন-নাম-ম্খা'-র্গ্যাল-ম্ত্শান[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Gardner, Alexander (সেপ্টেম্বর ২০১০)। "Lhodrak Gyelse Zangpo"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters