লো-রাস-পা-দ্বাং-ফ্যুগ-ব্র্ত্সোন-'গ্রুস

লো-রাস-পা-দ্বাং-ফ্যুগ-ব্র্ত্সোন-'গ্রুস (ওয়াইলি: lo ras pa dbang phyug brtson 'grus) (১১৮৭-১২৫০) তিব্বতী বৌদ্ধধর্মের 'ব্রুগ-পা-ব্কা'-ব্র্গ্যুদ (ওয়াইলি: 'brug pa bka' brgyud) ধর্মসম্প্রদায়ের স্মাদ-'ব্রুগ-পা-ব্কা'-ব্র্গ্যুদ (ওয়াইলি: smad 'brug pa bka' brgyud) ধর্মীয় গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

লো-রাস-পা-দ্বাং-ফ্যুগ-ব্র্ত্সোন-'গ্রুস ১১৮৭ খ্রিষ্টাব্দে তিব্বতের ঙ্গাম-শোদ (ওয়াইলি: ngam shod) অঞ্চলের গ্চুং-পা-র্দো-রা-স্গাং (ওয়াইলি: gcung pa rdo ra sgang) নামক স্থানে্র এক সম্ভ্রান্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল র্নাল-'ব্যোর-শেস-রাব (ওয়াইলি: rnal 'byor shes rab) এবং মাতার নাম ছিল মে-ব্জা'-স্ক্যিদ (ওয়াইলি: me bza' skyid)। চার বছর বয়সে ঝিগ-পো-ব্দুদ-র্ত্সি (ওয়াইলি: zhig po bdud rtsi) নামক এক বৌদ্ধ ভিক্ষু তার নাম রাখেন লো-ব্দে-বা-স্ক্যোং (ওয়াইলি: lo bde ba skyong)। সাত বছর বয়সে তার পরিবার তার বিবাহের প্রস্তুতি নেওয়া শুরু করলে তিনি অমত জানিয়ে বাড়ি থেকে বারে বারে পালিয়ে বেড়ান। সতেরো বছর বয়সে মধ্য তিব্বতে পালিয়ে গেলে স্বাল-তি-দ্বাং-ফ্যুগ-ত্শুল-খ্রিম্স (ওয়াইলি: sbal ti dbang phyug tshul khrims) নামক এক ভিক্ষু তাকে দীক্ষা দেন। এরপর তিনি গ্ত্সাং-পা-র্গ্যা-রাস-য়ে-শেস-র্দো-র্জে (ওয়াইলি: gtsang pa rgya ras ye shes rdo rje) নামক 'ব্রুগ-পা-ব্কা'-ব্র্গ্যুদ (ওয়াইলি: 'brug pa bka' brgyud) ধর্মীয় গোষ্ঠীর প্রথম প্রধানের নিকট শিক্ষালাভ করেন। ১২৩৪ খ্রিষ্টাব্দে তিনি দ্বু-রি (ওয়াইলি: dbu ri) বৌদ্ধবিহার স্থাপন করেন পরবর্তীকালে তিনি ভূটানের মোন-বুম-থাং (ওয়াইলি: mon bum thang) অঞ্চলে থার-পা-গ্লিং বৌদ্ধবিহার স্থাপন করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Martin, Dan (2008-08)। "Lorepa Wangchuk Tsondru"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-12-22  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

আরো পড়ুন সম্পাদনা

  • Miller, W. Blythe. 2006. “'Brug pa'i lo rgyus zur tsam: An Analysis of a Thirteenth Century Tibetan Buddhist Lineage History.” Tibet Journal, vol. 31, no. 3, pp. 17–42.
  • Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, pp. 672–6.
  • Nalanda Translation Committee. 1997. “The Yogin Lorepa's Retreat at Lake Namtso.” In Religions of Tibet in Practice, Donald Lopez, ed. Princeton: Princeton University Press, pp. 200–211.