লোকতান্ত্রিক মোর্চা (রাজস্থান)

লোকতান্ত্রিক মোর্চা ভারতের রাজস্থানে বামপন্থী দল এবং অন্যান্য সমর্থক দলগুলির একটি সাত-দলীয় জোট হিসাবে [১] ৪ঠা জুন ২০১৩ সালে গঠিত হয়েছিল। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) নেতা আমরা রাম দলটির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।[২]

ফ্রন্টের মধ্যে ছিল সিপিআই(এম), ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী), ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি (সংযুক্ত), সমাজবাদী পার্টি এবং জনতা দল (ধর্মনিরপেক্ষ)[৩] পরে একমাত্র আরএলডি বিধায়ক কংগ্রেস সরকারকে সমর্থন ঘোষণা করেন।

সদস্যবৃন্দ সম্পাদনা

দল পতাকা সংক্ষেপ নেতা
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)
 
সিপিআই(এম) আমরা রাম
সমাজবাদী পার্টি এসপি মুকেশ যাদব
ভারতের কমিউনিস্ট পার্টি
 
সিপিআই নরেন্দ্র আচার্য
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন
 
সিপিআই(এমএল) এল মহেন্দ্র চৌধুরী
জনতা দল (ধর্মনিরপেক্ষ)
 
জেডি(এস) অর্জুন দেহতা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Left parties, SP, JD(S) form forum for campaigning"The Economic Times। ৪ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৮ 
  2. "Rajasthan Assembly Elections 2018: A seven-party third front takes shape"The Hindu। PTI। ২৮ নভেম্বর ২০১৮। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২ 
  3. "Left parties, SP, JD(S) form forum for campaigning"The Economic Times। ৪ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২