লেথে সিডোনিস

কীটপতঙ্গের প্রজাতি

কমন উডব্রাউন(বৈজ্ঞানিক নাম: Lethe sidonis (Hewitson)) প্রজাতি এশিয়ায় প্রাপ্ত নিমফ্যালিডি (Nymphalidae) গোত্র ও 'স্যাটিরিনি' (Satyrinae) উপ-গোত্রের অন্তর্ভুক্ত প্রজাপতি। ভারতএ এই প্রজাতির অধীনে কোন উপ-প্রজাতি তালিকাভুক্ত নেই।[২]

কমন উডব্রাউন
Common Woodbrown
ডানা বন্ধ অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Nymphalidae
গণ: Lethe
প্রজাতি: L. sidonis
দ্বিপদী নাম
Lethe sidonis
(Hewitson, 1863)[১]

কমন উডব্রাউন এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৪৫-৬০ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[৩]

বিস্তার

সম্পাদনা

এই প্রজাতি ভারত এর হিমাচল প্রদেশ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত, আফগানিস্তান, নেপাল, ভুটান এবং মায়ানমার এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।[৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Hewitson, W., 1863 Illustrations of new species of exotic Butterflies selected chiefly from the collections of W. Wilson Saunders and William C. Hewitson
  2. "Lethe sidonis (Hewitson, 1863) – Common Woodbrown"Butterflies of India। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২১ 
  3. Isaac, Kehimkar (২০১৬)। BHNS Field Guides Butterflies of India। Mumbai: Bombay Natural History Society। পৃষ্ঠা 370। আইএসবিএন 9789384678012