লেট্রাক্স

ব্রাজিলীয় সঙ্গীত রচয়িতা

লেটিসিয়া পিনহেইরো দে নোভাস, লেট্রাক্স নামে সর্বাধিক পরিচিত (জন্ম ৫ জানুয়ারী, ১৯৮২), একজন ব্রাজিলীয় সঙ্গীতশিল্পী-গীতিকার, অভিনেত্রী ও লেখক।

লেট্রাক্স
জন্ম
লেটিসিয়া পিনহেইরো ডি নোভাস

জানুয়ারি ৫, ১৯৮২ (1982-01-05) (বয়স ৪২)
পেশাসঙ্গীতশিল্পী-গীতিকার
কর্মজীবন২০০৬–বর্তমান

রিও ডি জেনিরোতে জন্মগ্রহণ করেন, নোভাস কাসা দে আর্টেস দাস লারাঞ্জেইরাসে অভিনয় এবং রিও ডি জেনেইরো ফেডারেল বিশ্ববিদ্যালয়ে সাহিত্য অধ্যয়ন করেন। [] তিনি কিশোর বয়সে সঙ্গীতের প্রতি আগ্রহী হন, একজন স্ব-শিক্ষিত সংগীতশিল্পী হিসাবে গিটার বাজাতে শিখেছিলেন এবং রক ব্যান্ড লেটিসিয়াস এবং পরবর্তীতে ইলেকট্রনিক সঙ্গীত দল মেনাগে এ ট্রয়েস প্রতিষ্ঠা করেন। [] ২০০৮ সালে, তিনি তার তৎকালীন প্রেমিক লুকাস ভাসকোনসেলোসের সাথে দ্বৈত গঠন করেন, যার সাথে তিনি ৩টি অ্যালবাম রেকর্ড করেছিলেন৷ [] []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Letrux"Enciclopédia Itaú Cultural। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২২ 
  2. "Letrux"Dicionário Cravo Albin da Música Popular Brasileira (পর্তুগিজ ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা