লুসিন্ডা আর্মস্ট্রং হল
অস্ট্রেলীয় অভিনেত্রী
লুসিন্ডা আর্মস্ট্রং হল একজন অস্ট্রেলীয় অভিনেত্রী। তিনি টেলিভিশন সোপ অপেরা নেইবার্সে হলি হোল্যান্ড চরিত্রে তার ভূমিকার জন্য পরিচিত। [১] তিনি ইনগ্রিড ভেনিঞ্জারের চলচ্চিত্র পর্কুপাইন লেকে অভিনয় করেন, যার জন্য তিনি ৬ষ্ঠ কানাডিয়ান স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা পার্শ্ব অভিনেত্রীর জন্য কানাডিয়ান স্ক্রিন পুরস্কারে মনোনয়ন পেয়েছিলেন। [২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Dainty, Sophie (১০ জুলাই ২০১৩)। "Neighbours: Holly Hoyland returns to Ramsay Street – pictures"। Digital Spy। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৮।
- ↑ "Film Nominees"। Academy of Canadian Cinema and Television। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৮।