লুজনের ধনেশ

পাখির প্রজাতি

লুজন ধনেশ (Penelopides manillae), যাদেরকে মাঝে মাঝে Luzon Tarictic Hornbill, এই নামেও দাকা হয় হল ধনেশ প্রজাতির একধরনের পাখি যারা প্রধানত বিউসেরোটিডি পরিবারের অন্তর্ভুক্ত। এদেরকে লুজন দ্বীপপুঞ্জের ঘন জঙ্গলে দেখতে পাওয়া যায় এবং ফিলিপাইনের আশেপাশের দ্বীপপুঞ্জগুলোতেও দেখতে পাওয়া যায়। এদেরকে ভিসায়ন ধনেশদের উপজাতি বলে ধরা হয়।[২]

লুজন ধনেশ
পুরুষ (ওপরে) এবং মহিলা (নিচে)
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Coraciiformes
পরিবার: Bucerotidae
গণ: Penelopides
প্রজাতি: P. manillae
দ্বিপদী নাম
Penelopides manillae
(Boddaert, 1783)
প্রতিশব্দ

Penelopides panini manillae

লুজন ধনেশদের দুটো উপজাতি আছে: এরা মূলত পোলিল্লো দ্বীপপুঞ্জ এবং পাটনানোঙ্গান এই দুটো দ্বীপপুঞ্জতে বিপুল ভাবে বিস্তৃত।[২] এদেরকে প্রধানত মাংসের লোভে শিকার করা হয় কিন্তু এখন এদের শিকার অনেকটাই কমে গেছে কারণ সরকার এদের ওপরে শিকার করার আইন কানুন বার করেছে।

গ্যালারি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. BirdLife International (২০১২)। "Penelopides manillae"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩ 
  2. Kemp, A. C. (2001). Family Bucerotidae (Hornbills). Pp. 436-523 in: del Hoyo, J., Elliott, A., & Sargatal, J. eds. (2001). Handbook of the Birds of the World. Vol. 6. Mousebirds to Hornbills. Lynx Edicions, Barcelona. আইএসবিএন ৮৪-৮৭৩৩৪-৩০-X