লুকাস ওরবান

আর্জেন্টিনীয় ফুটবলার
(লুকাস ওরব্যান থেকে পুনর্নির্দেশিত)

লুকাস আলফোন্সো ওরবান আলেগ্রে (ইংরেজি: Lucas Orbán; জন্ম: ৩ ফেব্রুয়ারি ১৯৮৯; লুকাস ওরবান নামে সুপরিচিত) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে আর্জেন্টিনার পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর আর্জেন্টিনীয় প্রথম বিভাগের ক্লাব রেসিং ক্লাব এবং আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড়ের হিসেবে খেললেও মাঝেমধ্যে একজন বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবেও খেলেন।

লুকাস ওরবান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লুকাস আলফোন্সো ওরবান আলেগ্রে
জন্ম (1989-02-03) ৩ ফেব্রুয়ারি ১৯৮৯ (বয়স ৩৫)
জন্ম স্থান বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রেসিং ক্লাব
জার্সি নম্বর ২০
যুব পর্যায়
রিভার প্লেত
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৮–২০১২ রিভার প্লেত ১০ (০)
২০১১–২০১২তিগ্রে (ধার) ১৮ (০)
২০১২–২০১৩ তিগ্রে ২৯ (১)
২০১৩–২০১৪ বর্দো ২৭ (০)
২০১৪–২০১৬ ভালেনসিয়া ২৯ (১)
২০১৬লেবান্তে (ধার) (০)
২০১৬–২০১৭ জেনোয়া ১১ (০)
২০১৭– রেসিং ক্লাব ২৬ (০)
জাতীয় দল
২০১৩– আর্জেন্টিনা (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৫:২৩, ১ অক্টোবর ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:২৩, ১ অক্টোবর ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আর্জেন্টিনীয় ফুটবল ক্লাব রিভার প্লেতের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ওরবান ফুটবল জগতে প্রবেশ করেন এবং এই ক্লাবের হয়ে খেলার মাধ্যমেই নিজের খেলার বিকাশ করেছেন। ২০০৮–০৯ মৌসুমে, রিভার প্লেতের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন, রিভার প্লেতের হয়ে তিনি ৩ মৌসুম অতিবাহিত করেছেন; এই ক্লাবের হয়ে তিনি ১০ ম্যাচে অংশগ্রহণ করেছেন। অতঃপর তিনি তিগ্রে, বর্দো, ভালেনসিয়া, লেবান্তে এবং জেনোয়ার মতো ক্লাবের হয়ে খেলেছেন। ২০১৭–১৮ মৌসুমে, তিনি ২.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে জেনোয়া হতে আর্জেন্টিনীয় ফুটবল ক্লাব রেসিং ক্লাবে যোগদান করেছেন।[১]

২০১৩ সালে, ওরবান আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন, যেখানে তিনি এপর্যন্ত একাধিক ম্যাচ খেলেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Lucas Orban au Racing Club"এল'একিপে। ২৬ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা