লুইস ইগনারো

চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার বিজয়ী
(লুইস জে ইগনারো থেকে পুনর্নির্দেশিত)

লুইস জে ইগনারো একজন মার্কিন ফার্মাকোলজিস্ট। তিনি ১৯৯৮ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

লুইস জে ইগনারো
জন্ম (1941-05-31) মে ৩১, ১৯৪১ (বয়স ৮৩)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনকলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব মিনেসোটা
পরিচিতির কারণনাইট্রিক অক্সাইড
পুরস্কারচিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৯৮)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রফার্মাকোলজি
প্রতিষ্ঠানসমূহTulane University School of Medicine
UCLA School of Medicine
King Saud University

ইগনারো ১৯৪১ সালে নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে ফার্মাকোলজিতে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। ফার্মাকোলজিতে পিএইচডি করেন ইউনিভার্সিটি অব মিনেসোটা থেকে।

তথ্যসূত্র

সম্পাদনা