লুইস ইগনারো
চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার বিজয়ী
লুইস জে ইগনারো একজন মার্কিন ফার্মাকোলজিস্ট। তিনি ১৯৯৮ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
লুইস জে ইগনারো | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব মিনেসোটা |
পরিচিতির কারণ | নাইট্রিক অক্সাইড |
পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৯৮) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | ফার্মাকোলজি |
প্রতিষ্ঠানসমূহ | Tulane University School of Medicine UCLA School of Medicine King Saud University |
জীবনী
সম্পাদনাইগনারো ১৯৪১ সালে নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে ফার্মাকোলজিতে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। ফার্মাকোলজিতে পিএইচডি করেন ইউনিভার্সিটি অব মিনেসোটা থেকে।