লুইসবুর্গ কলেজ
লুইসবুর্গ কলেজ নর্থ ক্যারোলিনার লুুুইসবুুুুুুর্গের একটি বেসরকারী মেথডিস্ট- অনুমোদিত দুই-বছরের কলেজ।
নীতিবাক্য | Sapientia Gemmis Melior |
---|---|
ধরন | ব্যক্তিগত দুই-বছরের কলেজ |
স্থাপিত | ১৭৮৭ (ফ্রাঙ্কলিন পুরুষ কলেজ হিসেবে) ১৮১৪ |
সভাপতি | গ্যারি মিস্টার ব্রাউন |
স্নাতক | ৭৫০ |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | গ্রাম মূল: ৭৫ একর (৩০ হেক্টর) |
মাসকট | Hurricanes |
ওয়েবসাইট | www |
Main Building, Louisburg College | |
অবস্থান | Louisburg College campus, Louisburg, North Carolina |
স্থানাঙ্ক | ৩৬°৬′১৭″ উত্তর ৭৮°১৮′০″ পশ্চিম / ৩৬.১০৪৭২° উত্তর ৭৮.৩০০০০° পশ্চিম |
আয়তন | ৬ একর (২.৪ হেক্টর) |
নির্মিত | ১৮৫৭ |
নির্মাণ করেছে | Jones, Albert Gamaliel |
স্থাপত্য শৈলী | Greek Revival |
এনআরএইচপি সূত্র # | 78001955[১] |
এনআরএইচপি-তে যোগ | December 8, 1978 |
ইতিহাস
সম্পাদনালুইসবুর্গ কলেজের মূলে দুইটি কলেজ রয়েছে। একটি হলো ফ্রানক্লিন মেইল একাডেমি, যা ১৭৮৭ সালে তালিকাভুক্ত করা হয়। তারপর আবারও তালিকাভুক্ত করা হয় ১৮০২ সালে, কিন্তু ১৮০৫ সালের ১ জানুয়ারিতে প্রথম পাঠদান অনুষ্ঠিত হয়। আরেকটি ছিল লুইসবুর্গ ফিমেইল কলেজ, ১৮৫৭ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। এটির পূর্ববর্তী প্রতিষ্ঠান, লুইসবার্গ ফিমেইল একাডেমী, ১৮১৪ সালে প্রতিষ্ঠিত হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ কর্মী (২০১০-০৭-০৯)। "জাতীয় নিবন্ধন তথ্য পদ্ধতি"। ঐতিহাসিক স্থানসমূহের জাতীয় নিবন্ধন। জাতীয় পার্ক পরিষেবা।