লি-য়ুল-ছোস-র্গ্যাল
লি-য়ুল-ছোস-র্গ্যাল (ওয়াইলি: li yul chos rgyal) (১৫০৯-১৫২৬) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের তৃতীয় র্তা-ত্শাগ-র্জে-দ্রুং উপাধিধারী বৌদ্ধ লামা।
সংক্ষিপ্ত পরিচিতি
সম্পাদনালি-য়ুল-ছোস-র্গ্যাল একজন কাল্পনিক চরিত্র বলে মনে করা হয়। তিনি ১৫০৯ খ্রিষ্টাব্দে ভারত বা মধ্য এশিয়ার লি-য়ুল নামক কোন এক কাল্পনিক রাজ্যে জন্মগ্রহণ করেন বলে মনে করা হয়। আঠাশ বছর বয়সে ১৫২৬ খ্রিষ্টাব্দে তার মৃত্যু ঘটে।[১] এই কাল্পনিক চরিত্রকে দ্বোন-পো-ল্হা-স্ক্যাব্সের পুনর্জন্ম রূপে চিহ্নিত করা হয়।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Dorje, Sonam (জানুয়ারি ২০১৪)। "The Third Tatsak Jedrung, Liyul Chogyel"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২৯।
- ↑ Dorje, Sonam (ফেব্রুয়ারি ২০১৪)। "The Second Tatsak Jedrung, Wonpo Lhakyab"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২৯।
পূর্বসূরী দ্বোন-পো-ল্হা-স্ক্যাব্স |
লি-য়ুল-ছোস-র্গ্যাল তৃতীয় র্তা-ত্শাগ-র্জে-দ্রুং |
উত্তরসূরী ল্হা-দ্বাং-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান |