লিসবন কেন্দ্রীয় মসজিদ
লিসবন কেন্দ্রীয় মসজিদ (পর্তুগিজ: Mesquita Central de Lisboa) হল পর্তুগালের রাজধানী লিসবনের প্রধান মসজিদ। মসজিদটি একটি প্রার্থনা কক্ষ, একটি অডিটোরিয়াম ও অভ্যর্থনা কক্ষের সমন্বয়ে গঠিত। মসজিদে একটি মিনার ও একটি গম্বুজ বিদ্যমান। মসজিদটির স্থপতি আন্তোনিও মারিয়া ব্রাগা ও জোয়াও পাউলো কনসিকাও।
লিসবন কেন্দ্রীয় মসজিদ | |
---|---|
Mesquita Central de Lisboa | |
![]() | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | সুন্নি ইসলাম |
অবস্থান | |
অবস্থান | ক্যাম্পোলিদে, লিসবন, পর্তুগাল |
স্থাপত্য | |
স্থপতি | আন্তোনিও মারিয়া ব্রাগা জোয়াও পাউলো কনসিকাও |
ধরন | মসজিদ |
সম্পূর্ণ হয় | ১৯৮৫ |
বিনির্দেশ | |
গম্বুজসমূহ | ১ |
মিনার | ১ |
ইতিহাস
সম্পাদনা১৯৬৬ সালে মসজিদটি নির্মাণের অনুমতি চাওয়া হলেও ১৯৭৩ সালের তেল সংকটের দরুন ১৯৭৮ সালের আগে কর্তৃপক্ষ মসজিদটি নির্মাণের অনুমতি দেয় নি।[১] মসজিদটি অবশেষে ১৯৮৫ সালে উদ্বোধন করা হয়।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "الحلقة (11) الأقلية المسلمة في البرتغال- وزارة الشئؤون الإسلامية والأوقاف والدعوة والإرشاد"। ৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৯।
- ↑ Shireen Hunter (১ জানুয়ারি ২০০২)। Islam, Europe's Second Religion: The New Social, Cultural, and Political Landscape। Greenwood Publishing Group। পৃষ্ঠা 194। আইএসবিএন 978-0-275-97609-5।
উইকিমিডিয়া কমন্সে লিসবন কেন্দ্রীয় মসজিদ সংক্রান্ত মিডিয়া রয়েছে।