লিল্লাহ বোর্ডিং বা এতিমখানা ভারতীয় উপমহাদেশে প্রচলিত এক ধরনের বোর্ডিং স্কুল যেখানে শিক্ষার্থীরা আবাসিক বাসস্থানের মত থাকা ও খাওয়ার সুযোগ পেয়ে থাকে। লিল্লাহ বোর্ডিং বিষয়টি উপমহাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত একটি আবাসিক হোস্টেলের ধারনা, যেটি স্থানীয় ইসলামি যাকাত ব্যবস্থা, মুসলিমদের দান, সদকা, ধনী ব্যক্তিদের সাহায্য-সহযোগিতার উপর নির্ভর করে প্রতিষ্ঠিত হয়েছে।[১] বাংলাদেশ ও ভারতের লিল্লাহ বোর্ডিং-গুলো গড়ে উঠেছে মাদ্রাসা শিক্ষার্থীরদের আর্থিক সহযোগিতা যোগান দেওয়ার জন্য। কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ লিল্লাহ বোর্ডিং এর মাধ্যমে পরিচালিত হয়, প্রতিটি কওমি মাদ্রাসাতেই লিল্লাহ বোর্ডিং রয়েছে।[২][৩] এছাড়াও অধিকাংশ বৃহৎ সংখ্যক শিক্ষার্থীর আলিয়া মাদ্রাসাগুলোতে লিল্লাহ বোর্ডিং রয়েছে।

লিল্লাহ শব্দটি আরবি ভাষা থেকে এসেছে যার অর্থ আল্লাহর জন্য এবং বোর্ডিং শব্দটি ইংরেজি ভাষা থেকে এসেছে যার অর্থ অতিথিশালা বা জাহাজে অবস্থান করা।[৪] দুই শব্দ মিলিয়ে লিল্লাহ বোর্ডিং শব্দের অর্থ হচ্ছে আল্লাহর জন্য অতিথিশালা, এর বুৎপত্তি অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য অতিথিশালা নির্মাণ করা বা আবাসিক হোস্টেল নির্মাণ করা।

আর্থিক যোগান সম্পাদনা

মাদ্রাসার একটি লিল্লাহ বোর্ডিং পরিচালনার জন্য বহু অর্থের প্রয়োজন হয়ে থাকে। এই অর্থ সংগ্রহের জন্য মাদ্রাসা শিক্ষকগণ এলাকার দাতাসদস্যদের আহবান করে থাকেন। এছাড়া কোরবানির ঈদের পশুর চামড়া, রমজানের ঈদের ফিতরার টাকা সংগ্রহের মাধ্যমেও অর্থ জমা করা হয়।[৫][৬]

উল্লেখযোগ্য লিল্লাহ বোর্ডিং সম্পাদনা

মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার গোড়াপত্তন ঘটেছে এই লিল্লাহ বোর্ডিং এর মাধ্যমে, দেশে বহু এরকম বোর্ডিং স্থাপন হয়েছিলো। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য:

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কওমি মাদ্রাসায় তদারকির উদ্যোগ, কী করতে চাইছে সরকার"ABNEWS24। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০২ 
  2. Reporter, Senior। "এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং খুলে দেওয়ার আহ্বান ওলামাদের"dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০২ 
  3. Dorpon, Naogaon। "নওগাঁয় এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন"Naogaon Dorpon (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০২ 
  4. "বোর্ডিং শব্দের অর্থ"www.english-bangla.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০২ 
  5. "খুলনায় এতিমখানা, লিল্লাহ বোর্ডিং অর্থসংকটে"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০২ 
  6. "কুরবানীর চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করুন: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী"www.ourislam24.com। ২০২৩-০৮-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০২ 
  7. "বি আই হোস্টেল (বেল ইসলামিয়া ছাত্রাবাস) - Barisalpedia"www.barisalpedia.net.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০২ 
  8. BonikBarta। "বরিশালে ধ্বংসের উপক্রম ১২৭ বছরের বেল ইসলামিয়া হোস্টেল"বনিকবার্তা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০২