লিলি রেইনহার্ট
লিলি পওলিন রেইনহার্ট (জন্ম ১৩ সেপ্টেম্বর, ১৯৯৬) একজন মার্কিন অভিনেত্রী। তিনি মার্কিন চ্যানেল দ্য সিইউতে প্রচারিত টেলিভিশন ধারাবাহিক রিভারডেল এ বেটি কুপার চরিত্রে অভিনয় করার জন্য সবার কাছে পরিচিত।
লিলি রেইনহার্ট | |
---|---|
জন্ম | লিলি পওলিন রেইনহার্ট ১৩ সেপ্টেম্বর ১৯৯৬ ক্লিভল্যান্ড, ওহাইও, মার্কিন যুক্তরাষ্ট্র |
পেশা | অভিনেত্রী, গায়িকা |
কর্মজীবন | ২০০৮–বর্তমান |
জীবন এবং কর্মজীবন
সম্পাদনারেইনহার্টের মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ক্লিভল্যান্ড শহরে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। মাত্র ১২ বছর বয়স থেকেই তিনি কমিউনিটি থিয়েটারে অভিনয় করে।[১] রেইনহার্ট মার্কিন রোমাঞ্চকর ধারাবাহিক ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিক্টিম ইউনিট অতিথি ভূমিকায় অভিনয় করেন এবং তাকে দ্য গুড নেইবার, মিস স্টিভেন্স, ফরেবারস এন্ড, গিবসনবুর্গ, দ্য কিংস অব সামার, নট ওয়েভিং বাট ড্রাউনিং, এবং লিলিথ নামক চলচ্চিত্র গুলোতে অভিনয় করতে দেখা যায়। [২] ২০১৬ সালের ৯ই ফেব্রুয়ারি, রেইনহার্ট মার্কিন টিভি চ্যানেল দ্য সিডব্রিউতে প্রচারিত কিশোর ধারাবাহিক রিভারডেল এ "মিষ্টি, অধ্যয়নশীল, পছন্দে আগ্রহী এবং উপকারী যার উপর তার দীর্ঘকালীন মনোযোগ রয়েছে, তার দীর্ঘসময়ের ভাল বন্ধু আর্চির সাথে বেটি কুপার চরিত্রে অভিনয় করেন [৩] এর পূর্বে রেইনহার্ট, মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স এর হাস্যরস ধারাবাহিক সার্ভাইবিং জ্যাক এ ও কাজ করেছেন। [৪] ২০১৭ সালের ১০ই ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয় ফরাসি অভিনেত্রী মেলানী লওরেন্ট এর পরিচালনায় আসন্ন চলচ্চিত্র গালভেস্টন এ অভিনয় করবেন, তার সাথে চলচ্চিত্রটিতে আরও অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী ইলি ফ্যানিং এবং জনপ্রিয় মার্কিন অভিনেতা বেন ফোস্টার। [৫]
চলচ্চিত্র সমূহ
সম্পাদনাচলচ্চিত্র
সম্পাদনাসাল | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
২০১০ | ফর ট্যুডে | র্যাচেল | সংক্ষিপ্ত চলচ্চিত্র |
২০১১ | দ্য মোস্ট গার্ল পার্ট অব ইউ | এ্যামি | সংক্ষিপ্ত চলচ্চিত্র |
লিলিথ | লিলিথ উইলসন | ||
২০১২ | নট ওয়েভিং বাট ড্রাউনিং | এ্যামি | |
২০১৩ | দ্য কিংস অব সামার | ভিকি | |
দ্য ফাস্ট হোপ | করেন | সংক্ষিপ্ত চলচ্চিত্র | |
গিবসনবুর্গ | কাথাই চোলেনার | ||
ফরেবারস এন্ড | লিলি হোয়াইট | ||
২০১৬ | মিস স্টিভেন্স | মার্গোট জেনসেন | |
দ্য গুড নেইবার | অ্যাশলে | ||
২০১৮ | গ্লাভেনসন | ট্যিফানী | চিত্রায়ন চলছে |
ছোট পর্দায়
সম্পাদনাসাল | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
২০১১ | লো এন্ড অর্ডার: স্পেশাল ভিক্টিম ইউনিট | কর্টনি লেইন | পর্ব: "লস্ট ট্রাভেলার" |
সাইনটেস্টিক! | লিয়াহ্ | পর্ব: "স্টিকস এন্ড স্টোনস" | |
২০১৪ | সার্ভাইবিং জ্যাক | হিথার ব্লোমেয়ার | ৬ টি পর্ব |
২০১৫ | চোক্ড | মার্গোয়েরেট পিক্সটন | ছোট পর্দার সিনেমা |
২০১৭–বর্তমান | রিভারডেইল | ব্যাটি কুপার | মূল ভূমিকায় |
মনোনয়ন এবং পুরস্কার সমূহ
সম্পাদনাসাল | পুরস্কার | বিভাগ | মনোনীত কাজ | ফলাফল | তথ্য সূত্র |
---|---|---|---|---|---|
২০১৩ | নিউ ইয়র্ক ভিশন ফেস্ট | সাফল্যমন্ডিত অভিনয় অ্যাওয়ার্ড | দ্য ফাস্ট হোপ | মনোনীত | [৬] |
২০১৭ | টিন চয়েজ অ্যওয়ার্ডস | ছোট পর্দায় সেরা সাফল্যমন্ডিত তারকা বাছাই | রিভারডেল | বিজয়ী | [৭] |
বাছাই, অনুরাগীদের ইচ্ছা সাথে কোওল স্প্রোস) | বিজয়ী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Schildhause, Chloe (আগস্ট ২৩, ২০১৬)। "Camila Mendes and Lili Reinhart Talk 'Riverdale' In NYLON's September 2016 Issue"। Nylon। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০১৭।
- ↑ Kupfer, Lindsey (জানুয়ারি ২৬, ২০১৭)। "Who Plays Betty & Veronica On 'Riverdale'? Camila Mendes & Lili Reinhart Will Be Your New Favorite Duo"। Bustle। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০১৭।
- ↑ Andreeva, Nellie (ফেব্রুয়ারি ৯, ২০১৬)। "'Riverdale' Archie Comics CW Pilot Casts Its Betty Cooper & Jughead Jones"। Deadline.com। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৯, ২০১৬।
- ↑ Sneider, Jeff (জুন ৪, ২০১৪)। "'Surviving Jack' Actress Lili Reinhart Joins Amazon Pilot 'Cocked' (Exclusive)"। TheWrap। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৭, ২০১৭।
- ↑ Patten, Dominic (ফেব্রুয়ারি ১০, ২০১৭)। "'Riverdale's Lili Reinhart Joins 'Galveston' Movie With Elle Fanning"। Deadline.com। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০১৭।
- ↑ "VISIONFEST announces 2013 Independent Vision Award nominees"। Domani Vision Film Society। জুন ২৭, ২০১৩। ৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০১৭।
- ↑ Hatchett, Keisha (জুলাই ১২, ২০১৭)। "Teen Choice Awards Reveals Full List of Nominees"। TV Guide। সংগ্রহের তারিখ জুলাই ১২, ২০১৭।