লিভারপুল মুসলিম সোসাইটি

লিভারপুল মুসলিম সোসাইটি ইংল্যান্ডের লিভারপুলের একটি মুসলিম সমিতি। ১৯৫৩ সালে লিভারপুলের মুসলিম সম্প্রদায়ের সদস্য প্রয়াত আলহাজ্জ্ব আলী হিজাম কর্তৃক প্রতিষ্ঠিত, তখন এটি তাঁর বাড়ি থেকে পরিচালিত হতো। এই সমিতি কর্তৃক পরিচালিত আল-রহমা মসজিদটি সম্প্রসারণের পরে ১৯৬০ এর দশক থেকেই সমিতিটি এর বর্তমান স্থানে রয়েছে। শুক্রবারে মসজিদে ২,০০০ থেকে ২,৫০০ লোকের থাকার ব্যবস্থা রয়েছে। এখানে প্রতিদিন প্রার্থনা এবং নিখরচায় খাবার, বয়স্কদের জন্য একটি দিবাকেন্দ্র, শিশুদের জন্য ক্রীড়া ক্লাব এবং সাপ্তাহিক আরবি পাঠের ব্যবস্থা রয়েছে। মসজিদটি লিভারপুলের এল৮ এলাকায় দুটি বৃহত বাড়ির মালিক ও পরিচালনাও করে, যার মধ্যে বেশ কয়েকটি নিজেদের ফ্ল্যাট রয়েছে।

বহিঃসংযোগ সম্পাদনা