লা নুয়াভা সারদেইনা
লা নুয়াভা সারদেইনা সার্ডিনিয়া দ্বীপের একটি ইতালিয়ান আঞ্চলিক দৈনিক পত্রিকা।
![]() | |
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | ট্যাবলয়েড |
মালিক | গ্রুপ্পো ইদিদোরিয়ালে এল'এস্প্রেসো |
প্রতিষ্ঠাকাল | ১৮৯১ |
ভাষা | ইতালীয় |
সদর দপ্তর | সাসারী, ইতালি |
প্রচলন | ৪২,৩০০ (২০১৪) |
ওয়েবসাইট | http://www.lanuovasardegna.it/ |
ইতিহাস এবং প্রোফাইল সম্পাদনা
লা নুয়াভা সারদেইনা ১৮১৯ সালে এনরিকো বার্লিংগুয়ার কর্তৃক প্রতিষ্ঠিত, যিনি একই নামে নাম, ইতালীয় কমিউনিস্ট পার্টির জাতীয় সম্পাদক এনরিকো বার্লিংগুয়ারের দাদা ছিলেন। কাগজটির সদর দপ্তর সাসারিতে অবস্থিত। [১] লা নুয়াভা সারদেইনা ১৯৮০ সালে গ্রুপ্পো ইদিদোরিয়ালে এল'এস্প্রেসো দ্বারা অধিগ্রহণ করা হয়েছিল।
২০০৮ সালের লা নুয়াভা সারদেইনার প্রচলন ছিল ৫৯,৮১৯ অনুলিপি। [২] এস্প্রেসো গ্রুপ জানিয়েছে যে, ২০১৪ সালে কাগজের প্রচলন ছিল ৪২,৩০০ কপি। [১]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ "Local Newspapers"। Gruppo Espresso। ১৮ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৫।
- ↑ Data for average newspaper circulation in 2008 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ জুলাই ২০১১ তারিখে Accertamenti Diffusione Stampa.