লারস ভন ট্রাইয়ার

লারস ভন ট্রাইয়ার (ইংরেজি: Lars von Trier) (জন্ম: ৩০ এপ্রিল, ১৯৫৬) একজন ডেনিশ চিত্রপরিচালক, চিত্রনাট্যকার। তিনি এগার বছর বয়স থেকে চিত্র নির্মাণ করা শুরু করেন। তার মা ছিলেন একজন কম্যুনিস্ট এবং বাবা ছিলেন সোশ্যালিস্ট। ভন ট্রাইয়ার বিষণ্ণতা, ভয় এবং ফোবিয়ার মধ্যদিয়ে সময় পার করেন বেশীরভাগ সময়। তার প্রথম সল্প দৈর্ঘ্যের সিনেমা 'দ্যা অর্কিড গার্ডেনার' এর সাত বছর পর পূর্ন দৈর্ঘ্য 'ইলিমেন্ট অব ক্রাইম'র মাধ্যমে চলচ্চিত্রে পদযাত্রা শুরু করেন ।[২]

লারস ভন ট্রাইয়ার
LarsVonTrier.jpg
২০০৮ সালে ক্যানসাসে লারস ভন ট্রাইয়ার
জন্ম
লারস ভন ট্রাইয়ার

(1956-04-30) ৩০ এপ্রিল ১৯৫৬ (বয়স ৬৭)
পেশাচলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার
দাম্পত্য সঙ্গীকাকিলিও হোলবেক (১৯৮৭–১৯৯৫)[১]
বেন্টা ফ্রেগা (১৯৯৭–বর্তমান)

প্রাথমিক জীবন এবং জীবিকাসম্পাদনা

ভন ট্রাইয়ার উত্তর কপেন হেগেনের কংজেনস লিঞ্জবাই নামক স্থানে জন্ম গ্রহণ করেন। নথিপত্রে তার পিতার নাম ইঞ্জার ট্রাইয়ার থাকলেও তিনি উলফ ট্রাইয়ারকে পিতা বিশ্বাস করতেন। তার পরিবার ছিল সব ধরনের ধর্মীয় অনুশাসন থেকে মুক্ত। ১৯৭৯ সালে তিনি ডেনমার্ক জাতীয় ফিল্ম স্কুলে শিক্ষা লাভ করতে শুরু করেন।

তথ্যসূত্রসম্পাদনা

  1. Lumholdt, Jan (২০০৩)। Lars von Trier: interviews। Univ. Press of Mississippi। পৃষ্ঠা 22–23। আইএসবিএন 978-1-57806-532-5। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১০ 
  2. "Biography"। Starpulse.com। ৩০ এপ্রিল ১৯৫৬। ২৮ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১০ 

বহিঃসংযোগসম্পাদনা

টেমপ্লেট:Lars von Trier


|PLACE OF BIRTH= Copenhagen, Denmark |DATE OF DEATH= |PLACE OF DEATH= }}