লায়লা হুসেইন (অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) ( সোমালি: Leyla Xuseen) হলেন একজন সোমালি বংশোদ্ভূত ব্রিটিশ সাইকোথেরাপিস্ট এবং সমাজকর্মী। তিনি ডাহলিয়া প্রকল্পের প্রতিষ্ঠাতা[১], অলাভজনক সংস্থা ডটারস অফ ইভের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং হাওয়া'স হ্যাভেনের প্রধান নির্বাহী। ২০২০ সালে, হুসেইন সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের রেক্টর নির্বাচিত হন। তিনি তৃতীয় নারী এবং প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে এই পদে অধিষ্ঠিত হয়েছেন।

লায়লা হুসেইন

অসলো ফ্রিডম ফোরামে লায়লা হুসেইন
জন্ম১৯৮০ (বয়স ৪৩–৪৪)
মাতৃশিক্ষায়তনটেমস ভ্যালি বিশ্ববিদ্যালয়
পেশাসাইকোথেরাপিস্ট এবং সমাজকর্মী
উপাধিডাহলিয়া প্রকল্পের প্রতিষ্ঠাতা, ডটারস অফ ইভের প্রতিষ্ঠাতা, হাওয়া'স হ্যাভেনের প্রধান নির্বাহী

ব্যক্তিগত জীবন সম্পাদনা

হুসেইন ১৯৮০ সালে সোমালিয়ায় জন্মগ্রহণ করেছিলেন।[২][৩] তাঁর বাবা-মা শিক্ষিত পেশাদার ছিলেন, এবং তিনি একটি সুবিধাবঞ্চিত পরিবার থেকে এসেছিলেন।

পরে হুসেইন যুক্তরাজ্যে অভিবাসিত হন। মাধ্যমিক-পরবর্তী শিক্ষার জন্য তিনি টেমস ভ্যালি বিশ্ববিদ্যালয় থেকে থেরাপিউটিক কাউন্সেলিংয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন।[৪]

তাঁর একটি মেয়ে আছে।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Leyla Hussein | Campaigner"leylahussein.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৩-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১০-১৫ 
  2. "Leyla Hussein"। Kompany। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৪ 
  3. "How I Survived Female Genital Mutilation"। Staying Alive Foundation। ১৮ জুন ২০১৪। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৪ 
  4. "Leyla Hussein"। Daughters of Eve। ১৫ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৪ 
  5. "The Cruel Cut"। Channel 4। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৪