লাপোনিয়ার এলাকা

বন্যপ্রাণী সংবলিত এলাকা

লাপোনিয়ার এলাকা একটি বড় পর্বতময় বন্যপ্রাণী সংবলিত এলাকা যা উত্তর সুইডেনের ল্যাপল্যান্ড প্রদেশের অন্তর্গত, বা আরো স্পষ্ট করে গালিভার পৌরসভা, আরিয়েপ্লগ পৌরসভা ও ইয়কমক পৌরসভায়।

লাপোনিয়ার এলাকা
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান

১৯৯৬ সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভূক্ত হয়। এই এলাকার বেশিরভাগটাই বিংশ শতাব্দীর শুরু থেকেই সুরক্ষিত অবস্থায় আছে। এটি সাংস্কৃতিক ও প্রাকৃতিক বা মিশ্র স্থান হিসেবে তালিকাভূক্ত হয়েছে। [১]

এর মোট এলাকা প্রায় ৯৪০০ বর্গ কিলোমিটার বা ৩৬০০ বর্গ মাইল। এটি বিশ্বের বৃহত্তম অপরিবর্তিত প্রাকৃতিক এলাকা যা এখনও আদিবাসী দ্বারা কর্ষিত। এখানের আদিবাসীরা হল বল্গা হরিণ পালন করা সামি সম্প্রদায়[২] পুরো এলাকার কিছু অংশ ওরা চারণভূমি হিসেবে ব্যবহার করে। যেহেতু এলাকাটি বিশাল তাই ভৌগোলিকভাবে এখানে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। পাহাড়, নদী ও হ্রদ দ্বারা এলাকাটি ভর্তি।

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Bourdeau, Laurent (২০১৬)। World Heritage Sites and Tourism। Routledge। আইএসবিএন 1134784376 
  2. The Future of the World Heritage Convention for Marine Conservation। UNESCO। ২০১৬। পৃষ্ঠা 117। আইএসবিএন 9231001949