লাদন

উইকিমিডিয়ার দ্ব্যর্থতা নিরসন পাতা
(লাদোন থেকে পুনর্নির্দেশিত)

গ্রিক পুরাণে, লাদন (প্রাচীন গ্রিক ভাষায়: Λάδων লাদন্‌) ছিল শত-মস্তকবিশিষ্ট এক ড্রাগন। লাদন ছিল ফোর্কিসকেতোর সন্তান। একে দ্রাকো হেস্পেরিদুম অর্থাৎ হেস্পেরীয় ড্রাগনও বলা হত। এই লাদন হেস্পেরিদেসের সোনার আপেলগুলোর প্রহরী ছিল। তাছাড়া সে তিতান আতলাসকে দংশন করে যন্ত্রণা দিত।