লাওৎসি

চীনা দার্শনিক

লাওৎসি (ইংরেজি: Laozi) (চীনা: 老子; ওয়েড-জাইলস: Lao Tzu) ছিলেন খ্রিষ্টপূর্ব ৬ষ্ঠ শতকে প্রাচীন চীনের একজন দার্শনিক। তিনি তার রচিত "তাও তে চিং" (সাধারণত লাওৎসি নামেই পরিচিত) গ্রন্থের জন্যই সর্বাধিক পরিচিত।[] তাকে তাওবাদ এর প্রর্বতক বলে বিবেচনা করা হয়। ধর্মীয়ভাবে তাওবাদী দর্শনে তাকে একজন ডেইটি বা দেবতা হিসেবে দেখা হয় এবং বলা হয় তিনি তাইসেং লাউজুন বা "তিন পবিত্রাত্মার একজন"।

লাওৎসি
老子
লাওৎসি,Daode Tianzun হিসেবে চিত্রিত
জন্মখ্রিস্টপূর্ব ৬ষ্ঠ-৫ম শতাব্দী
মৃত্যুখ্রিস্টপূর্ব ৫ম-৪র্থ শতাব্দী
ঝাও রাজবংশ
যুগপ্রাচীন দর্শন
অঞ্চলচীনা দর্শন
ধারাTaoism
উল্লেখযোগ্য অবদান
Wu wei
ভাবশিষ্য

যদিও চৈনিকরা মনে করেন তিনি খ্রিষ্টপূর্ব ৬ষ্ট শতকে জন্মে ছিলেন, কোন কোন ঐতিহাসিকের মতে তিনি আসলে খ্রিষ্টপূর্ব ৫ম-৪র্থ শতকের মানুষ।[] আবার আরেক দল মনে করেন লাওৎসি আসলে অনেকগুলো ঐতিহাসিক ব্যক্তির সম্মিলন বা তিনি একজন পৌরাণিক চরিত্র।

চৈনিক সংস্কৃতির একজন কেন্দ্রীয় চরিত্র হিসেবে অভিজাত ও সাধারণ দুই শ্রেণীর মানুষ-ই তাকে নিজেদের একজন বলে মনে করে। ত্যাং রাজপরিবার তাকে নিজেদের পূর্বপুরুষ বলে মনে করত এবং তাকে Táishāng xuānyuán huángdì বা "সর্বপ্রথম ও সর্বোচ্চ রহস্যময় সম্রাট" উপাধীতে ভূষিত করে। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে লাওৎসির মতাদর্শ কর্তৃত্ববাদ-বিরোধী আন্দোলনে অনুপ্রেরণা যুগিয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Laozi"Stanford Encyclopedia of Philosophy by Stanford UniversityThe discovery of two Laozi silk manuscripts at Mawangdui, near Changsha, Hunan province in 1973 marks an important milestone in modern Laozi research. The manuscripts, identified simply as “A” (jia) and “B” (yi), were found in a tomb that was sealed in 168 B.C.E. The texts themselves can be dated earlier, the “A” manuscript being the older of the two, copied in all likelihood before 195 B.C.E.

    Until recently, the Mawangdui manuscripts have held the pride of place as the oldest extant manuscripts of the Laozi. In late 1993, the excavation of a tomb (identified as M1) in Guodian, Jingmen city, Hubei province, has yielded among other things some 800 bamboo slips, of which 730 are inscribed, containing over 13,000 Chinese characters. Some of these, amounting to about 2,000 characters, match the Laozi. The tomb...is dated around 300 B.C.E.
     
  2. Kohn (2000, p. 4)

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:Chinese philosophy