লাংশিয়াং জলপ্রপাত

মেঘালয়ের জলপ্রপাত

লাংশিয়াং জলপ্রপাত ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম খাসি পাহাড় জেলার নংস্তৈন থেকে ২৪ কিলোমিটার (১৫ মাইল) দূরে সাংরিয়াং গ্রামের কাছে অবস্থিত। মাওপন গ্রাম থেকেও জলপ্রপাতটি দেখা যায়।[১]

লাংশিয়াং জলপ্রপাত
লাংশিয়াং জলপ্রপাত
লাংশিয়াং জলপ্রপাত মেঘালয়-এ অবস্থিত
লাংশিয়াং জলপ্রপাত
ভারতে অবস্থান
লাংশিয়াং জলপ্রপাত ভারত-এ অবস্থিত
লাংশিয়াং জলপ্রপাত
ভারতে অবস্থান
মানচিত্র
অবস্থানপশ্চিম খাসি পাহাড় জেলা, মেঘালয়, ভারত
স্থানাঙ্ক২৫°২৬′৪৩″ উত্তর ৯১°১৩′৪৩″ পূর্ব / ২৫.৪৪৫২১° উত্তর ৯১.২২৮৬৬° পূর্ব / 25.44521; 91.22866
ধরননিমজ্জিত
মোট উচ্চতা৩৩৭ মিটার (১,১০৬ ফু)
ঝরার সংখ্যা
জলপ্রবাহকিনশি নদী

জলপ্রপাতটির মোট উচ্চতা সাধারণত প্রায় ৩৩৭ মিটার (১,১০৬ ফুট) উদ্ধৃত করা হয়। তবে সেটা নিশ্চিত হওয়া দরকার।[২] উচ্চতা সঠিকভাবে বিবেচনা করলে এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ জলপ্রপাত।[৩]

নংস্তৈন থেকে প্রায় ২৪-২৫ কিলোমিটার দূরে লাংশিয়াং সাংরিয়াং গ্রাম থেকে প্রায় ৩০ মিনিটের হাঁটা পথ। পরাক্রমশালী কিনশি নদী বিভক্ত হয়ে এশিয়ার ২য় বৃহত্তম নদী দ্বীপ গঠন করে ল্যাংচং (ল্যাংশিয়াং) এলাকার উজানে কোথাও মিলিত হয়েছে। নদীটি একটি উপত্যকার মধ্য দিয়ে যায় এবং 'ওয়েই স্পি' নামে একটি পুল তৈরি করে এবং চারপাশে শ্বাসরুদ্ধকর বিশাল ক্লিফ দ্বারা বেষ্টিত। এরপরে নদীটি এটিকে একটি গভীর গিরিখাতের দিকে প্রবাহিত করে যা রাজ্যের অন্যতম সর্বোচ্চ এবং বৃহত্তম জলপ্রপাত গঠন করে যা 'লাংশিয়াং জলপ্রপাত' বা 'ক্ষেদ উর-নার' নামে পরিচিত। এটি মাওপন গ্রাম সহ হ্যামলেটগুলোর নিকটবর্তী এবং আশেপাশের সবুজ লন পাহাড়ের অন্যতম সেরা প্যানোরামিক দৃশ্য সরবরাহ করে। ল্যাংচং কিছু জলপ্রপাত নিয়ে গঠিত, ওয়েই স্পির কাছাকাছি দুটি জলপ্রপাত রয়েছে যার নাম 'ক্ষেদ চং' জলপ্রপাত এবং 'ওয়েই স্পি' জলপ্রপাত।যেহেতু নদীটি নিচের দিকে প্রবাহিত হয়, এটি গভীর গিরিখাতের মধ্য দিয়ে যায় এবং সেখানে একটি আসন্ন প্রকল্প রয়েছে যা কিনশি এইচইপি নামে পরিচিত। প্রকল্পটি পর্যটনকে উৎসাহিত করার মতো উন্নয়ন এবং গৌণ সুবিধাগুলো উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Langshiang Falls"। india9। সংগ্রহের তারিখ ২০১০-০৬-২০ 
  2. "Langshiang Falls"। World Waterfalls Database। সংগ্রহের তারিখ ২০১০-০৬-২০ 
  3. "Showing all Waterfalls in India"। World Waterfalls Database। সংগ্রহের তারিখ ২০১০-০৬-২০