লন্ডন স্টক এক্সচেঞ্জ

লন্ডন স্টক এক্সচেঞ্জ (এলএসই) একটি শেয়ার বাজার যেটি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। এটি ১৮০১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বিশ্বের অন্যতম বৃহৎ শেয়ার বাজার। এখানে যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও বহির্বিশ্বের অনেক প্রতিষ্ঠানের শেয়ার কেনাবেচা হয়।

লন্ডন স্টক এক্সচেঞ্জ
ধরনসরকারী (এলএসই)
আইএসআইএনGB00B0SWJX34
শিল্পআর্থিক
প্রতিষ্ঠাকাল১৮০১
সদরদপ্তর লন্ডন, ইংল্যান্ড, যুক্তরাজ্য
প্রধান ব্যক্তি
ক্লারা ফার্স, সিইও
ক্রিস্টোফার এস. গিবসন-স্মিথ, চেয়ারম্যান
পণ্যসমূহশেয়ার
মাতৃ-প্রতিষ্ঠানLondon Stock Exchange Group উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটlondonstockexchange.com
প্যাটারনস্টার স্কয়ার। ছবির ডানপাশের ভবনটিতে এলএসই অবস্থিত।
এলএসইর সাবেক ভবন।

বর্তমানে এটি সেইন্ট পল ক্যাথেড্রালের কাছে প্যাটারনস্টার স্কয়ারে অবস্থিত।

বহিঃসংযোগ

সম্পাদনা

স্থানাঙ্ক: ৫১°৩০′৫৫″ উত্তর ০°০৬′০০″ পশ্চিম / ৫১.৫১৫২৮° উত্তর ০.১০০০০° পশ্চিম / 51.51528; -0.10000