লখিন্দর

প্রাচীন অসমীয়া মনসা কাব্যে

লখিন্দর (ইংরেজি: Lakshindar) হলো প্রাচীন অসমীয়া মনসা কাব্যে বা বাঙালি সাহিত্যের সুবিখ্যাত মঙ্গলকাব্য মনসামঙ্গল কাব্যের ও শিব পুরাণের আদি চরিত্র। সে প্রাচীন ভারতের চম্পক নগরীর একজন বেশ ধনী তথা ক্ষমতাশালী বণিক চাঁদ সওদাগরের পুত্র আর মনসামঙ্গল কাব্যের অন্যতম চরিত্র বেহুলার স্বামী।[১] তার মায়ের নাম সনকা যিনি ছিলেন মনসার পুজারি আর তার বাবা চাঁদ সওদাগর ছিলেন শিবের পুজারি । চাঁদ সওদাগর, বেহুলা-লখিন্দর উপাখ্যানের সাথে সর্পদেবী মনসার কাহীনিও জড়িত আছে। লখিন্দর স্বর্গের নর্তক অনিরুদ্ধ আর তার স্ত্রী বেহুলা স্বর্গের নর্তকী ঊষা ছিল বলে জানা যায়। মনসার ছলনায় সাপের দংশনে বাসর ঘরে লখিন্দরের মৃত্যু হলে বেহুলা স্বর্গের দেবতাদের নিজের নাচের মাধ্যমে সন্তুষ্ট করে লখিন্দরকে বাঁচিয়ে তোলে।

লখিন্দর
অন্তর্ভুক্তিবেহুলা (পত্নী), চাঁদ সদাগর (পিতা), সনেকা (মাতা)
আবাসভারতীয়
গ্রহপৃথিবী
লিঙ্গপুরুষ
মাতাপিতাচাঁদ সদাগর (পিতা) সনেকা (মাতা)
সঙ্গীবেহুলা (পত্নী)

বংশ পরিচয় সম্পাদনা

চান্দঁ সদাগরের পত্নীর ছিল সনেকা[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Story of Chand Sadagar"। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০ 
  2. চন্দ্ৰকান্ত দত্ত। চান্দ সদাগৰarchive.org। পৃষ্ঠা ১১১। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০