লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল

লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল, (লক্ষ্মীখোলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়) নামেও পরিচিত, এটি পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান।[১]

লক্ষীখোলা কলেজিয়েট স্কুল
লক্ষীখোলা কলেজিয়েট স্কুল, পাইকগাছা
অবস্থান
মানচিত্র
পাইকগাছা

খুলনা

বাংলাদেশ
তথ্য
ধরনএমপিও ভুক্ত প্রতিষ্ঠান
নীতিবাক্যজ্ঞানই শক্তি
প্রতিষ্ঠাকাল১৯৬৪; ৬০ বছর আগে (1964)
রং         
সাদা এবং আকাশী

ইতিহাস সম্পাদনা

লক্ষ্মীখোলা উচ্চ বিদ্যালয় ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় । প্রথমে শুধুমাত্র স্কুল পর্যায় ছিল। ২০০০ সালে এটি উন্নিত হয়ে কলেজ বিভাগ চালু এবং লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল নামে নামকরণ করা হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে শুধু মানবিক বিভাগ ছিল। বর্তমানে ব্যবসায়িক শিক্ষা বিভাগও রয়েছে।

অবস্থান সম্পাদনা

এটি পাইকগাছা-কয়রা প্রধান সড়ক এর পাশে লক্ষ্মীখোলা গ্রামে অবস্থিত। এটির সামনে দিয়ে 'বউখোলা' নদী বহমান।

সহশিক্ষা কার্যক্রম সম্পাদনা

এছাড়া খেলাধুলাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে যা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা পরিচালনা করে থাকে।

খেলাধুলা সম্পাদনা

স্কুলের বিশাল ২ টি খেলার মাঠ। এতে ফুটবল, ক্রিকেট ও অন্যান্য খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। স্কুলের নিয়মিত ফুটবল দল ও ক্রিকেট দল রয়েছে। এসব দল বিভিন্ন আন্তঃস্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে এবং প্রায়ই বিজয়ী হয়ে স্কুলের জন্য সুনাম বয়ে আনে। প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গ্রন্থাগার সম্পাদনা

স্কুলে রয়েছে বিশাল একটি লাইব্রেরি। এতে রয়েছে বিভিন্ন ধরনের নামী দামী কয়েক হাজার বই। শিক্ষার্থীরা এখানে সাচ্ছন্দে বসে পড়তে পারে এবং তাদের পছন্দের বই নির্দিষ্ট সময়ের জন্য বাড়ি নিয়ে যেতে পারে।

সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পাদনা

বছরের বার মাস স্কুলে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করা হয়। শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতির জনকের জন্মদিন ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। বর্ষবরণ, বাসন্তী উৎসব ইত্যাদি নানা রকম অনুষ্ঠান ছাত্র-শিক্ষক সম্মিলিতভাবে পালন করে। এছাড়াও প্রতি বছরই আয়োজিত হয় শিক্ষা সফর।

বিভিন্ন পরীক্ষার ফলাফল সম্পাদনা

১৯৬৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ফলের বিচারে উপজেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় সবসময়ই কলেজিয়েট স্কুল ফলাফলের দিক থেকে ভালো অবস্থান করেছে। এর মধ্যে বেশ কয়েকবার উপজেলায় প্রথম হওয়ারও গৌরব অর্জন করেছে স্কুলটি।

অন্যান্য সম্পাদনা

এক শিফটে (সকালে) ক্লাস পরিচালনা করে

প্রধান শিক্ষক, শিক্ষক ও কর্মচারী সম্পাদনা

উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "List of Secondary Schools" (XLS)Ministry of Education। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭