র‍্যাচেল শেলি

ব্রিটিশ অভিনেত্রী

র‍্যাচেল শেলি (জন্ম ২৫ আগস্ট ১৯৬৯) একজন ব্রিটিশ অভিনেত্রী ও মডেল। তিনি দ্য এল ওয়ার্ড ধারাবাহিক এবং অস্কার মনোনীত বলিউডের বিখ্যাত চলচ্চিত্র লগানে অভিনয়ের জন্য পরিচিত।

র‍্যাচেল শেলি
জন্ম (1969-08-25) ২৫ আগস্ট ১৯৬৯ (বয়স ৫৪)
সুইনডন, উইল্টশায়ার, ইংল্যান্ড
পেশাঅভিনয়শিল্পী, মডেল
কর্মজীবন১৯৯৪–বর্তমান
উচ্চতা৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মি)
সঙ্গীম্যাথিউ পারখিল (১৯৯৫–বর্তমান)
সন্তান

প্রাথমিক জীবন সম্পাদনা

র‍্যাচেল আইরিন শেলি ২৫ আগস্ট ১৯৬৯ সালে উইল্টশায়ার, ইংল্যান্ড, যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন এবং প্রাথমিকভাবে লন্ডনে বেড়ে ওঠেন।চার ভাইবোনের মধ্যে তিনি সবচেয়ে ছোট। তার এক বড় বোন এবং দুই বড় ভাই রয়েছে।হান্টিংডনে স্কুলে যাওয়ার আগে শৈশবে শেলি তিন বছর মাল্টায় কাটিয়েছিলেন।১৯৯২ সালে শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি এবং নাট্যকলায় বিএ অনার্স সহ স্নাতক পাশ করার পর তিনি এডিনবার্গের একটি স্থানীয় থিয়েটার কোম্পানিতে যোগ দেন এবং শেফিল্ডে একটি কমিউনিটি থিয়েটার কোম্পানি স্থাপন করেন। তার অভিনয় ক্যারিয়ারকে আরও এগিয়ে নিতে তিনি লন্ডনে স্থানান্তরিত হন।[১][২][৩]

অভিনয়জীবন সম্পাদনা

শেলি সম্ভবত ধারাবাহিক দ্য এল ওয়ার্ড এ হেলেনা পি'বডির চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। অন্যান্যদের মধ্যে রয়েছে ২০০১ সালে অস্কার-মনোনীত হিন্দি চলচ্চিত্র লগান এবং ১৯৯৭ সালের চলচ্চিত্র ফটোগ্রাফিং ফেইরিজ। ২০১২ এবং ২০১৩ সালের প্রথম দিকে, তিনি বিবিসির জনপ্রিয় মেডিকেল নাটক ক্যাজুয়ালটিতে একজন পুলিশ সুপারিনটেনডেন্ট ইভোন রিপনের চরিত্রে অভিনয় করেন। শেলি ২০১৩ সালের ১৯ জানুয়ারি এই ধারাবাহিক থেকে বিদায় নেন। অভিনয় ছাড়াও শেলি দ্য গার্ডিয়ান এবং ডিভা ম্যাগাজিনের জন্য নিবন্ধ লিখেছেন।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

১৯৯৫ সাল থেকে র‍্যাচেল শেলি তার সঙ্গী ম্যাথিউ পাখিলের সাথে লন্ডনের নটিং হিলে বাস করছেন। ম্যাথিউ একজন টিভি লেখক, প্রযোজক ও পরিচালক। এডেন নামে তাদের একজন মেয়ে আছে, যে ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছে।[৪][৫]

অভিনীত চলচ্চিত্র সম্পাদনা

চলচ্চিত্র
বছর শিরোনাম চরিত্র নোট
১৯৯৪ ব্রোকেন হার্ট ইসাবেল ক্ষুদ্র চলচ্চিত্র
১৯৯৭ ফটোগ্রাফিং ফেইরিজ মিসেস অ্যান-মেরি ক্যাসেল
১৯৯৯ বি.ইউ.এস.টি.ই.ডি ক্লেয়ার
১৯৯৯ লাইটহাউজ ড. ক্রিস্টি ম্যাকক্লাউড
২০০০ ক্যানোন ইনভার্সো - মেকিং লাভ জেনোর মা
২০০০ দ্য কলিং শেলি উডকক
২০০১ লগান এলিজাবেথ রাসেল হিন্দি চলচ্চিত্র
২০০৩ দ্য বোন স্নাচার মিক্কি
২০০৪ সিইং আদার পিপল লরেন
২০০৬ গ্রে ম্যাটারস জুলিয়া বারলেট
২০০৮ দ্য চিলড্রেন ক্লো

টেলিভিশন সম্পাদনা

টেলিভিশন
বছর শিরোনাম চরিত্র নোট
১৯৯৪ রয়েচ অ্যালেনা ম্যাক্সওয়েল টেলিভিশন চলচ্চিত্র
১৯৯৭ দ্য নিউ অ্যাডভেঞ্চার্স অব রবিন হুড বোডিসিয়া পর্ব: "হিরোজ"
পর্ব: "দ্য বার্থডে ট্রাপ"
১৯৯৭ ওয়াইক্লিফ সারাহ পর্ব: "ড্যান্স অব দ্য স্কোরপিয়ন্স"
১৯৯৭ বাগস' জেনা স্পিংকস পর্ব: "রেনিগেডস"
১৯৯৭ হাইল্যান্ডার: দ্য সিরিজ সোফি বেইনস পর্ব: "অ্যাভাটার"
১৯৯৮ দ্য বিল ন্যাগি হেমিল্টন পর্ব: "ফর ইয়োর লাভ"
২০০১ ব্যাডিয়েলস সিনড্রোম মারসিয়া পর্ব: "হুফা"
পর্ব: "হেয়ার টুডে"
২০০১ জ্যাক অ্যান্ড দ্য বিনস্টক: দ্য রিয়াল স্টোরি হারমোনিয়া টিভি চলচ্চিত্র
২০০২ হার্টবিট স্যু ডিক্সন ওরফে ডেনিস হারলি পর্ব: "সিমপ্যাথি ফর দ্য ডেভিল"
২০০২ দি আমেরিকান এম্বাসি ম্যান্ডি পর্ব: "লং লিভ দ্য কিং"
২০০২ কাপলিং সামান্থা পর্ব: "রিমেম্বার দিস"
২০০২ ক্রুজ অব দ্য গডস ইয়াসমিনা টিভি চলচ্চিত্র
২০০২ দ্য ডাইনোসর হান্টারস মেরি ম্যান্টেল টিভি চলচ্চিত্র
২০০৩ স্পার্কলিং সায়ানাইড রোজমেরি বার্টন টিভি চলচ্চিত্র
২০০৩ মিস ম্যাচ রেবেকা হ্যানলি পর্ব: "সামথিং নার্ভি"
২০০৪ লাইসেন্সড বাই রয়াল্টি লিন্ডা কুব্রিক টিভি ধারাবাহিক
২০০৫–২০০৯ দ্য এল ওয়ার্ড হেলেনা পি'বডি ৫৪ পর্ব
২০০৬ ঘোস্ট হুইসপারার কেট পেইন (কৃতজ্ঞতাবিহীন) পর্ব: "ক্যাটস ক্ল"
২০০৭ ঘোস্ট হুইসপারার কেট পেইন পর্ব: "স্পিড ডেমন"
পর্ব: "দ্য কালেক্টর"
২০০৮ আন্ডার ডিটেকটিভ আন্ডারহিল টিভি চলচ্চিত্র
২০০৮ ঘোস্ট হুইসপারার কেট পেইন পর্ব: "ডেডবিট ড্যাডস"
২০১১ এপিসোডস কেনড্রা পর্ব: "ফোর"
২০১১ স্ট্রাইক ব্যাক ম্যাগি পর্ব: "প্রোজেক্ট ডন নং ৫"
পর্ব: "প্রোজেক্ট ডন নং ৬"
২০১২–২০১৩ ক্যাজুয়ালটি সুপাররিনটেনডেন্ট ইভোন রিপোন পুনরাবর্তন, ২০১২–২০১৩
২০১২–২০১৬ ওয়ান্স আপন এ টাইম মিলাহ পর্ব: "দ্য ক্রোকোডাইল"
পর্ব: "ম্যানহাটন"
পর্ব: "ডেভিলস ডিউ"
২০১৩ টোস্ট অব লন্ডন কমান্ডার স্কট-গরহ্যাম পর্ব: "সাবমিশন"
২০১৩–২০১৪ রোগ শেলি মরিসন পুনরাবর্তন
২০১৪ গ্রান্টচেস্টার পামেলা মরটোন পর্ব: "এপিসোড ১"
২০১৭–২০১৮ ডিফারেন্ট ফর গার্লস ব্রুক পুনরাবর্তন
২০১৮–২০১৯ ডিপ স্টেট এলিয়ট টেইলর পুনরাবর্তন

তথ্যসূত্র সম্পাদনা

  1. "IMDb Profile" 
  2. Rachel Shelley Online : ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ মার্চ ২০১২ তারিখে
  3. Rachel Shelley Online: Ask Rachel ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ ডিসেম্বর ২০১২ তারিখে
  4. "Exclusive interview with Matthew Parkhill, director of The Caller"AllStephenMoyer.com। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৫ 
  5. "Rachel Shelley – Biography"IMDb 

বহিঃসংযোগ সম্পাদনা