র‍্যাংগস গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান। এই সমষ্টির অধীনে থাকা শিল্পের মধ্যে রয়েছে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, রিয়েল এস্টেট, শিপিং, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি।[১] এ রউফ চৌধুরী বর্তমানে র‍্যাংগস গ্রুপ এবং ব্যাংক এশিয়া লিমিটেডের চেয়ারপার্সন।

র‍্যাংগস গ্রুপ
ধরনসর্বজনীন
শিল্পঅটোমোবাইলস, ইলেকট্রনিকস, রিয়েল এস্টেট, শিপিং, ফার্মাসিউটিক্যাল, খাদ্য ও পানীয়
প্রতিষ্ঠাকাল১৯৭৯ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
কর্মীসংখ্যা
৫০০০
ওয়েবসাইটwww.rangsgroup.com(ইংরেজি)

এটি মাহিন্দ্রা, মার্সিডিজ বেঞ্জ, মিতসুবিশি, মরিস, সনি, তোশিবা ইত্যাদির অফিসিয়াল ডিলার। কোম্পানিটি র‍্যাংকসটেল এরও মালিক।

ইতিহাস সম্পাদনা

২০০০ সালে গ্রুপটি কর্তৃক র‍্যাংকস অ্যাগ্রো বায়োটেক প্রতিষ্ঠিত হয়। ২০০৩ সালে র‍্যাংগস ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিষ্ঠিত হয়। ২০০৮ সালে র‍্যাংগস রিয়েল এস্টেট লিমিটেড প্রতিষ্ঠিত হয় এবং এর মাধ্যমে গ্রুপটি রিয়েল এস্টেট ব্যবসায় নামে। ২০০৯ সালে ফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য পলিমার এবং প্লাস্টিকের বোতল তৈরির জন্য জেস্ট পলিমার লিমিটেড প্রতিষ্ঠিত হয়। ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি র‍্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা আকতার হুসাইন মারা যান।[২]

উপ-প্রতিষ্ঠান সম্পাদনা

  • ব্যাংক এশিয়া লিমিটেড
  • রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড
  • দোলনচাপা এক্সপ্রেস লিমিটেড
  • সি রিসোর্চ লিমিটেড
  • জেন ন্যাচারাল লিমিটেড
  • শিল্ড সিকিউরিটি সার্ভিস লিমিটেড
  • র‍্যাংগস মোটরস লিমিটেড
  • র‍্যাঙ্ক কমার্শিয়াল ভেহিকেল লিমিটেড
  • র‍্যাঙ্ক মোটরস ওয়ার্কশপ লিমিটেড
  • জেডআরসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড
  • মেট্রো ফয়েলস লিমিটেড
  • র‍্যাংগস ফার্মাসিউটিক্যালস লিমিটেড
  • জেস্ট পলিমার লিমিটেড
  • র‍্যাঙ্ক কনস্ট্রাকশন লিমিটেড
  • র‍্যাঙ্ক এগ্রো বায়োটেক লিমিটেড
  • র‍্যাঙ্ক পাওয়ারটেক লিমিটেড
  • র‍্যাঙ্ক রিয়েল এস্টেট লিমিটেড
  • র‍্যাঙ্ক ইন্টেরিয়রস লিমিটেড
  • র‍্যাঙ্কস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=145603
  2. "র‍্যাংগস গ্রুপের চেয়ারম্যান আকতার হুসাইন আর নেই"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা