র‌্যাভেনিয়া স্পেক্টাবিলিস

উদ্ভিদের প্রজাতি

র‌্যাভেনিয়া স্পেক্টাবিলিস হচ্ছে সপুষ্পক উদ্ভিদের লেবু পরিবার, রুটেসির একটি প্রজাতির নাম। এর ফুলের পাপড়ি ৫টি, পাপড়িগুলোর মধ্যে ৪টি পাপড়ি নিচের দিকে এবং একটি উপরের দিকে থাকে। পাপড়িগুলো অন্যান্য সাধারণ ফুলের চেয়ে কিছুটা শক্ত।

Ravenia spectabilis
র‌্যাভেনিয়া স্পেক্টাবিলিস
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
শ্রেণীবিহীন: Angiosperms
শ্রেণীবিহীন: Eudicots
শ্রেণীবিহীন: Rosids
বর্গ: Sapindales
পরিবার: Rutaceae
গণ: Ravenia
প্রজাতি: R. spectabilis
দ্বিপদী নাম
Ravenia spectabilis

তথ্যসূত্র সম্পাদনা