র্গ্যাল-ম্ত্শান-ব্জাং-পো

তিব্বতি বৌদ্ধ ভিক্ষু, গানদেন ত্রিপা

র্গ্যাল-ম্ত্শান-ব্জাং-পো (তিব্বতি: རྒྱལ་མཚན་བཟང་པོওয়াইলি: rgyal mtshan bzang po) (১৪৯৭-১৫৪৮) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের অষ্টাদশ দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

র্গ্যাল-ম্ত্শান-ব্জাং-পো ১৪৯৭ খ্রিষ্টাব্দে তিব্বতের ব্যে-রি-স্তাগ-র্ত্সে (ওয়াইলি: bye ri stag rtse) নামক অঞ্চলের স্তাগ-গি-গ্রোং (ওয়াইলি: stag gi grong) নামক স্থানে জন্মগ্রহণ করেন। ধর্মশিক্ষার পর তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৫৪৬ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের অষ্টাদশ দ্গা'-ল্দান-খ্রি-পা হিসেবে মনোনীত হন। এই সময়কালে তিনি ঐ বৌদ্ধবিহারের বিখ্যাত সোনার ছাদের সংস্কার করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Chhosphel, Samten (সেপ্টেম্বর ২০১০)। "The Eighteenth Ganden Tripa, Gyeltsen Zangpo"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-০২ 
পূর্বসূরী
র্দো-র্জে-ব্জাং-পো
র্গ্যাল-ম্ত্শান-ব্জাং-পো
অষ্টাদশ দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ঙ্গাগ-দ্বাং-ছোস-গ্রাগ্স