রোভেনা মারকু

আলবেনীয় সাঁতারু

রোভেনা মারকু (জন্ম ২১শে মে, ১৯৮৭ স্কোডেরে) আলবানিয়ার একজন অলিম্পিক ফ্রিস্টাইল সাঁতারু। তিনি ২০০৪২০০৮ অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করেন।[১]

রোভেনা মারকু
ব্যক্তিগত তথ্য
জাতীয়তা আলবেনিয়া
ক্রীড়া
ক্রীড়াসাঁতার

বেজিং-এর ২০০৮ অলিম্পিকে তিনি ৫০মিটার ফ্রিস্টাইল বিভাগে ২৮.১৫সেকেন্ড সময়ে নতুন আলবানীয় রেকর্ড গড়েন। আগের রেকর্ডটিও তার দখলে ছিল ২৮.৭৯সেকেন্ড সময়ের। ৫৮তম স্থানে তিনি ২০০৮ অলিম্পিক শেষ করেন।[২]

এছাড়া তিনি ২০০৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫০মিটার ফ্রিস্টাইল৫০মিটার ব্রেস্টস্ট্রোক; এবং ২০০৫ ভূমধ্যসাগরীয় গেমসে অংশগ্রহণ করেছেন।

পাদটিকা সম্পাদনা

  1. মারকুর পাতা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ সেপ্টেম্বর ২০০৯ তারিখে from www.sports-reference.com; retrieved 2009-07-03.
  2. মারকুর ফলের পাতা from the 2008 Olympics website; retrieved 2009-07-03.