রোদাত জেলা

আফগানিস্তানের জেলা

রোদাত (পশতু: رودات) (ফার্সি: ولسوالی رودات) আফগানিস্তানের জালালাবাদ শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত নঙ্গারহার প্রদেশের কেন্দ্রীয় অঞ্চলের একটি জেলা। রোডাত এর ইতিহাস ৭০০ বছরেরও পুরনো।

রোদাত জেলা
Rodat District
জেলা
স্থানাঙ্ক: ৩৫°০′ উত্তর ৬৮°৫১′ পূর্ব / ৩৫.০০০° উত্তর ৬৮.৮৫০° পূর্ব / 35.000; 68.850
দেশ আফগানিস্তান
প্রদেশনঙ্গারহার প্রদেশ
গ্রামের সংখ্যা২৫
রাজধানীহিসার-ই-শাহি
আয়তন
 • মোট৫৯৯ বর্গকিমি (২৩১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১০)
 • মোট১,১০,০০০
সময় অঞ্চলএএসটি (ইউটিসি+০৪:৩০)

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১০ সালের আদমশুমারি হিসাব অনুযায়ী জেলাটি জনসংখ্যা ছিল প্রায় ১১০,০০০ জন এর মত যার মধ্যে থেকে প্রায় ২০,০০০ জন এর মত ১২ বছরের কম বয়সী শিশু রয়েছে। বসবাসকারী সম্প্রদায় বলতে এখানকার প্রায় ১০০% মুসলিম এবং পশতুন সম্প্রদায়ের লোকজন রয়েছে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. UNHCR District Profile, dated 2002-05-02, accessed 2006-07-20 (PDF)

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:নঙ্গারহার প্রদেশ