রোজ বার্ন
মেরি রোজ বার্ন[১][২] (জন্ম ২৪ জুলাই ১৯৭৯)[৩] একজন অস্ট্রেলীয় অভিনেত্রী। ডালাস ডল (১৯৯৪) চলচ্চিত্রের মাধ্যমে পর্দায় অভিষেকের পর থেকে[৪] ১৯৯০ এর দশক জুড়ে তিনি চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেন। দ্য গডেস অব ১৯৬৭ (২০০০) চলচ্চিত্রে তিনি প্রথমবারের মত কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন, যা তাকে সেরা অভিনেত্রী বিভাগে ভলপি কাপ পুরস্কার এনে দেয়,[৫] এবং হলিউড চলচ্চিত্র স্টার ওয়ার্স: পর্ব ২ – অ্যাটাক অব দ্য ক্লোনস (২০০২) চলচ্চিত্রে ডর্ম চরিত্রে গৌণ ভুমিকায় অভিনয়ের সুযোগ করে দেয়। এর পর তিনি ট্রয় (২০০৪), ২৮ উইকস লেটার (২০০৭) এবং নোয়িং (২০০৯) চলচ্চিত্রে আরো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।
বার্ন ৫৯ পর্বের ক্রিমিনাল ত্রিলার ড্যামেজেস (২০০৭-১০) ধারাবাহিকের সবগুলো পর্বে ইলেন পারসর্নস চরিত্রে অভিনয় করেন, যার জন্য তিনি দুইটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ও দুই প্রাইমটাইম এমি এ্যাওয়ার্ডের জন্য মনোননয়ন পেয়েছিলেন। ড্রামা এবং থ্রিলারের পাশাপাশি গেট হিম টু দ্য গ্রিক (২০১০) ব্রাইডসমেইডস (২০১১) চলচ্চিত্রে অভিনয় তাকে কৌতুকধর্মী অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করে।
চলচ্চিত্র তালিকা
সম্পাদনাচলচ্চিত্র
সম্পাদনাবছর | শিরোনাম | চরিত্র | মন্তব্য |
---|---|---|---|
১৯৯৪ | ডালাস ডল | Rastus Sommers | |
১৯৯৯ | টু হ্যান্ডস | Alex | |
২০০০ | মাই মাদার ফ্র্যাঙ্ক | জেনি | |
২০০০ | দ্য গডেস অব ১৯৬৭ | বি.জি. | |
২০০২ | স্টার ওয়ার্স: পর্ব ২ – অ্যাটাক অব দ্য ক্লোনস | ডর্ম | |
২০০২ | সিটি অব গোস্টস | সাবরিনা | |
২০০৩ | আই ক্যাপচার দ্য ক্যাসেল | রোজ মর্টম্যান | |
২০০৩ | দ্য নাইট উই কলডমইট এ ডে | অড্রি অ্যাপলেই | |
২০০৩ | দ্য রেজ ইন প্লাসিড লেক | জিমা টাইলর | |
২০০৩ | টেক অ্যাওয়ে | সনজা স্টিলানো | |
২০০৪ | ট্রয় | ব্রিসিইস | |
২০০৪ | উইকার পার্ক | অ্যালেক্স ডেনভার | |
২০০৫ | দ্য টিন্যান্টস | ইরিনা বেল | |
২০০৬ | মারি অ্যাটোইনেট | ইয়োলান্ডি ডি পোলাস্ট্রন | |
২০০৬ | দ্য ডেড গার্ল | লিয়া | সেগমেন্ট: "দ্য সিস্টার" |
২০০৭ | সানশাইন | কেসি | |
২০০৭ | ২৮ উইক লেটার | মেজর স্কার্লেট লেভি | |
২০০৮ | জাস্ট বেরিড | রবার্তা নিকল | |
২০০৮ | দ্য টেন্টার হুক | আইরিস | |
২০০৯ | নোয়িং | ডায়ানা ওয়েল্যান্ড | |
২০০৯ | অ্যাডাম | বেথ বাখওয়াল্ড | |
২০১০ | আই লাভ ইউ টু | মাতাল যাত্রী | খন্ডাংশ |
২০১০ | গেট হিম টু দ্য গ্রিক | জ্যাকি কিউ | |
২০১০ | ইনসিডিয়াস | রিনাই ল্যামবার্ট | |
২০১১ | ব্রাইডমেইডস | তৃতীয় হ্যালেন হ্যারিস | |
২০১১ | এক্স-মেন: ফার্স্ট ক্লাস | মোইরা ম্যাকটেগার্ট | |
২০১২ | দ্য প্লেইস বিয়ন্ড দ্য পাইনস | জেনিফার ক্রস | |
২০১৩ | আই গিভ ইট এ ইয়ার | ন্যাট রেডফার্ন | |
২০১৩ | দ্য ইন্টার্নশিপ | ডানা সিমস | |
২০১৩ | দ্য টার্নিং | রাইলিন | সেগমেন্ট: "দ্য টার্নিং" |
২০১৩ | ইনসিডিয়াস: চ্যাপ্টার ২ | রিনাই ল্যামবার্ট | |
২০১৪ | নেইবার্স | কেলি রেন্ডার | |
২০১৪ | অ্যাডাল্ট বিগিনার্স | জাস্টিন | |
২০১৪ | দিস ইজ হয়্যার আই লিভ ইউ | পেনি মুর | |
২০১৪ | অ্যানি | গ্রেস ফারেল | |
২০১৪ | ইউনিটি | ভাষ্যকার | প্রামাণ্যচিত্র |
২০১৫ | স্পাই | রায়না বয়ানভ | |
২০১৫ | দ্য মেডলার | লোরি মিনারভিনি | |
২০১৬ | নেইবার্স ২: সোরোরিটি রাইজিং | কেলি রেন্ডার | |
২০১৬ | এক্স-মেন: অ্যাপোক্যালিপস | মোইরা ম্যাকটেগার্ট | |
২০১৭ | আই লাভ ইউ, ড্যাডি | গ্রেস কুলেন | |
২০১৮ | ইনসিডিয়াস: দ্য লাস্ট কি | রিনাই ল্যামবার্ট | আর্কাইভ চিত্র |
২০১৮ | জুলিয়েট, নেকেড | অ্যানি প্ল্যাট | |
২০১৮ | পিটার র্যাবিট | জেমিয়া পাডেল-ডাক (কন্ঠ) / বি | |
২০১৮ | ইন্সট্যান্ট ফ্যামেলি | এলি ওয়েগনার | |
২০১৯ | আই এম মাদার | মাদার (কন্ঠ) | |
২০১৯ | জেক্সি | জেক্সি (কন্ঠ) | |
২০১৯ | মার্থা দ্য মনস্টার | মার্থা (কন্ঠ) | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
২০২০ | লাইক এ বস | মেল পেইজ | |
২০২০ | পিটার র্যাবিট ২: দ্য রানওয়ে | জেমিয়া পাডেল-ডাক (কন্ঠ) / বি | |
২০২০ | ইরিজিস্টিবল | ফেইথ ব্রিউস্টার |
টেলিভিশন
সম্পাদনাবছর | শিরোনাম | চরিত্র | মন্তব্য |
---|---|---|---|
১৯৯৫ | ইকো পয়েন্ট | বেলিন্ডা ও'কনর | |
১৯৯৭ | ফলেন অ্যাঞ্জেলস | সিওভান | পর্ব: "লার্ভ, লার্ভ, লার্ভ" |
১৯৯৭ | ওয়াইল্ড সাইড | হেডি বেনসন | ২ পর্ব |
১৯৯৯ | বিগ স্কাই | অ্যাঞ্জি | পর্ব: "এ ফ্যামিলি অ্যাফেয়ার" |
১৯৯৯ | হার্টব্রেক হাই | কার্লি হোয়াইটলি | ৩ পর্ব |
২০০০ | মার্ডার কল | সারা ওয়াটসন | পর্ব: "স্টিল লাইফ" |
২০০৫ | ক্যাসানোভদ | এডিথ | ৩ পর্ব |
২০০৭–২০১২ | ড্যামেজেস | ইলেন পারসনস | সব ৫৯ পর্ব |
২০১৩ | পোর্টল্যান্ডিয়া | ফ্রেড'স ডেট | পর্ব: "সফট ওপেনিং" |
২০১৩ | হলিউড গেইম নাইট | নিজে | পর্ব: "পার-টি পিপল" |
২০১৬ | লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার]] | কোল | পর্ব: "সিজন ৩, পর্ব ২০" |
২০১৬ | নো অ্যাক্টিভিটি | এলিজাবেথ | ৫ পর্ব |
২০১৭ | দ্য ইমমোরটাল লাইফ অব হ্যানরিটা ল্যাকস | রেবেকা স্কলট | টিভি চলচ্চিত্র |
২০১৮ | ওয়ার অন ওয়েস্ট | নিজে | পর্ব: "সিরিজ ২, পর্ব ১" |
২০১৮ | অ্যাঞ্জি ট্রাইবেকা | নোরা নিউট | পর্ব: "ট্রেডার ফোস" |
২০১৯ | অ্যাট হোম উইথ এমি সিডারিস | মেরি | পর্ব: "অল অ্যাবাউট এমি" |
২০২০ | মিস আমেরিকা | গ্লোরিয়া স্টেইন্যাম | মিনিসিরিজ, ফিল্মিং |
থিয়েটার
সম্পাদনাবছর | শিরোনাম | চরিত্র | মন্তব্য |
---|---|---|---|
২০০০ | লা ডিসপিউট | এডিন | সিডনি থিয়েটার কোম্পানি |
২০০১ | থ্রি সিস্টার্স | ইরিনা সারজিএভনা প্রোজোরোভা | |
২০১৪–১৫ | ইউ কান্ট টেইক ইট উইথ ইউ | এলিস সাইকামোর | লংগার্ক থিয়েটার |
২০১৬ | স্পিড-দ্য-প্লো]] | ক্যারেন | রসলিন প্যাকার থিয়েটার |
২০২০ | মিদিয়া | মিদিয়া | ব্রুকলিন একাডেমি অব মিউজিক |
মিউজিক ভিডিও
সম্পাদনাবছর | গান | শিল্পী | মন্তব্য |
---|---|---|---|
২০০০ | "ব্ল্যাক দ্য সান" | অ্যালেক্স লয়েড | |
২০০২ | "আই মিস ইউ"[৬] | ড্যারেন হায়েস | |
২০০৭ | "ডিজিটাল ভার্সিকালার"[৭] | গ্লাস ক্যান্ডি |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Rose Byrne talks Irish Roots – & movies Damages, Knowing & Get Him to the Greek"। YouTube। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১০।
- ↑ Annette Dasey (১০ জুন ২০০৯)। "Ten Minutes with Rose Byrne"। Yahoo! Lifestyle। ১১ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৪।
- ↑ "Rose Byrne Biography (1979-)"। FilmReference.com। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ Michael Bodey (২৭ ফেব্রুয়ারি ২০১৩)। "A funny thing happened to Rose Byrne"। The Australian। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ Paul Fischer (২২ এপ্রিল ২০০১)। "Interview: Rose Byrne for "The Goddess of 1967""। Dark Horizons। Dark Futures Pty. Limited। ২৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ "Nicole Kidman, Simon Baker, Rose Byrne and the pop videos that launched them to stardom"। News.com। ২৩ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৪।
- ↑ "Glass Candy - Digital Versicolor"। YouTube। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে Rose Byrne (ইংরেজি)
- অলমুভিতে Rose Byrne
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে রোজ বার্ন (ইংরেজি)