রেসিন্টিস হিপ্পোডামিয়া

কীটপতঙ্গের প্রজাতি

রেসিন্টিস হিপ্পোডামিয়া হল স্যাটারনিডেয়া পরিবারের একটি প্রজাতির পতঙ্গ যা ১৭৭৭ সালে পিটার ক্রেমার প্রথম বর্ণনা করেছেন। এটি মেক্সিকো থেকে ব্রাজিল পর্যন্ত পাওয়া যায়। [২]

রেসিন্টিস হিপ্পোডামিয়া
পৃষ্ঠদেশ এর ছবি
অঙ্কীয়দেশের ছবি
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: অ্যানিমালিয়া
পর্ব: আরথ্রোপোডা
শ্রেণী: ইনসেক্টা
বর্গ: লেপিডোপ্টেরা
পরিবার: স্যাটারনিডেয়া
গণ: রেসিন্টিস
প্রজাতি: আর. হিপ্পোডামিয়া
দ্বিপদী নাম
রেসিন্টিস হিপ্পোডোমিয়া
(ক্রেমার, ১৭৭৭)[১]
প্রতিশব্দ
  • ফালেনা হিপ্পোডামিয়া ক্রেমার, ১৭৭৭

উপপ্রজাতি সম্পাদনা

  • রেসিন্টিস হিপ্পোডামিয়া হিপ্পোডামিয়া (ইকুয়েডর)
  • রেসিন্টিস হিপ্পোডামিয়া নোরাক্স ড্রুস, ১৮৭৯ (মেক্সিকো)
  • রেসিন্টিস হিপ্পোডামিয়া কলম্বিয়ানা বুভিয়ার, ১৯২৭ (ইকুয়েডর)

তথ্যসূত্র সম্পাদনা

  1. Rougerie, R.; Collective of iBOL Saturniidae expert taxonomists (২০০৯)। "Online list of valid and available names of the Saturniidae of the World"Lepidoptera Barcode of Life  অজানা প্যারামিটার |name-list-style= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  2. Moths of Belize