রেবেকা পাও

ব্রিটিশ রাজনীতিবিদ

রেবেকা ফায়ে ক্লার্ক (জন্ম ১০ অক্টোবর ১৯৬০), তার প্রথম নাম রেবেকা পাও নামে বেশি পরিচিত, [১] একজন ব্রিটিশ রাজনীতিবিদ যিনি নভেম্বর ২০২৩ সাল থেকে সংসদীয় আন্ডার-সেক্রেটারি অফ স্টেট ফর নেচার হিসেবে কাজ করছেন।[২][৩] এছাড়াও এর আগে ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক বিভাগে সংসদীয় আন্ডার সেক্রেটারি অফ স্টেটের দায়িত্ব পালন করেছেন।

দাপ্তরিক প্রতিকৃতি, ২০২০

কনজারভেটিভ পার্টির একজন সদস্য, পাও ২০১৫ সাল থেকে পার্লামেন্ট সদস্য হিসাবে টনটন ডিনের প্রতিনিধিত্ব করেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. আপনাকে অবশ্যই issue= দিতে হবে।
  2. "Ministerial Appointments commencing: 25 October 2022"GOV.UK (ইংরেজি ভাষায়)। ২০২২-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৯ 
  3. "Parliamentary Under Secretary of State (Minister for Environmental Quality and Resilience)"GOV.UK (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৯