রেনাল্ড নাইটলি, ১ম ব্যারন নাইটলি

ব্রিটিশ রাজনীতিবিদ

রেইনাল্ড নাইটলি, ১ম ব্যারন নাইটলি (২২ অক্টোবর ১৮১৯ - ১৯ ডিসেম্বর ১৮৯৫), স্যার রেইনাল্ড নাইটলি নামে পরিচিত, ৩য় ব্যারোনেট, ১৮৬৪ থেকে ১৮৯২ সাল পর্যন্ত, একজন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ ছিলেন।

"a fine old Tory"
Knightley as caricatured by Spy (Leslie Ward) in Vanity Fair, November 1881
নাইটলির অস্ত্র: ত্রৈমাসিক এরমাইন এবং ছয় বা এবং গুলের প্যালি

রাজনৈতিক পেশা

সম্পাদনা

নাইটলি ১৯৫২ সালে নর্দাম্পটনশায়ার সাউথের জন্য সংসদে প্রবেশ করেন (তার পিতার উত্তরসূরি), একটি আসন তিনি ১৮৯২ সাল পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন। ১৮৯২ সালে তিনি নর্থহ্যাম্পটন কাউন্টির ফসলির ব্যারন নাইটলি হিসাবে পিয়ারে উন্নীত হন।[১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নং. 26328"দ্যা লন্ডন গেজেট (ইংরেজি ভাষায়)। ২৩ সেপ্টেম্বর ১৮৯২। 

বহিঃসংযোগ

সম্পাদনা