রেজিনা ফ্লেশারোভা

পোলীয় ভূতত্ত্ববিদ, গ্রন্থাগারিক ও উচ্চ আইনসভার সদস্য

রেজিনা (পোলীয়: Regina Flesczarowa; ২৮ মার্চ ১৮৮৮ - ১ জুলাই ১৯৬৯)[১] একজন পোলীয় ভূগোলবিদ ও ভূতাত্ত্বিক, যিনি ১৯৩৫ ও ১৯৩৮ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে নারী অধিকার আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং দ্বিতীয় পোলীয় প্রজাতন্ত্রের একজন সিনেটর হিসেবে কাজ করেছিলেন। ১৯১৩ খ্রিস্টাব্দে তিনি ফ্রান্সের সর্বন বিশ্ববিদ্যালয় থেকে প্রথম পোলীয় নারী হিসেবে প্রাকৃতিক বিজ্ঞানে ডক্টরেট উপাধি অর্জন করেন। তিনি পোল্যান্ডে ভূবিজ্ঞান প্রতিষ্ঠার একজন অগ্রদূত হিসেবে বিবেচিত, তিনি দেশটির ভূগোল ও ভূতত্ত্ব সম্পর্কিত ১০০টিরও বেশি রচনা প্রকাশ করেন। পোল্যান্ডের ভূবিজ্ঞানের ইতিহাসের উপর লেখা তাঁর পাঁচ খণ্ডের গ্রন্থসমগ্রকে তাঁর শ্রেষ্ঠ কৃতিত্ব হিসেবে গণ্য করা হয়। ১৯৬০ সালে তিনি প্রথম শ্রেণীর "ব্যানার অভ দ্য অর্ডার অভ লেবার" সম্মানে ভূষিত হন।

রেজিনা ফ্লেশারোভা
Fleszarowa Regina.jpg
জন্ম
রেজিনা জোফিয়া ফ্লেশারোভা

(১৮৮৮-০৩-২৮)২৮ মার্চ ১৮৮৮
মৃত্যু১ জুলাই ১৯৬৯(1969-07-01) (বয়স ৮১)
জাতীয়তাপোলীয়
অন্যান্য নামরেজিনা দানিশ-ফ্লেশারোভা
পেশাভূতাত্ত্বিক, গ্রন্থাগারিক, সিনেটর
কর্মজীবন১৯১৩ -১৯৫৮

মৃত্যু এবং উত্তরাধিকারসম্পাদনা

ফ্লেশারোভা ৩০ জুন অথবা ১ জুলাই ১৯৬৯ সালে ভিশতুলা নদী ভ্রমনকালে জাহাজে মৃত্যুবরণ করেন। তাঁকে ওয়ারশ'র পাভস্কি সমাধিস্থানে দাফন করা হয়। ভূ-বিজ্ঞানের ইতিহাসের উপর তার গ্রন্থসমগ্রের মহৎ কাজটি পরবর্তী বিজ্ঞানীরা সম্পন্ন করেন এবং পোল্যান্ডে ভূ-বিজ্ঞানের ক্ষেত্র প্রতিষ্ঠার একজন অগ্রদূত হিসেবে তাঁকে দেখা হয়।

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Regina Fleszarowa » Witryna edukacyjna Kancelarii Senatu"senat.edu.pl। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৩