রেচনতন্ত্র
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
রেচনতন্ত্র (ইংরেজি-Excretory system) এইটি মানুষের দেহ থেকে অতিরিক্ত ও অকেজো জিনিস বের করে। দেহকে সুস্থতা দান করা এবং দেহের বিপাকীয় ক্রিয়া সম্পন্ন হওয়ার পর উপজাত হিসেবে যেসব পদার্থ তৈরি হয় যেমন- ইউরিয়া, ক্রিয়েটিনিন তা এই প্রকিয়ার মাধ্যমে দেহের বাইরে নিষ্কাশিত হয়। তাই দেহকে একটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য রেচন প্রকিয়া একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
এইসব পদার্থ দেহের মধ্যে জমে বিষক্রিয়া দেখা দেয়।তাই এ পদার্থগুলো দ্রুত অপসারণ করতে।রেচনতন্ত্রর মাধ্যমে আমাদের দেহের
বিভিন্ন খারাপ দ্রব্য বের হয়ে যায়।এর ফলে আমাদের দেহ ভালো থাকে।আমাদের দেহের চামড়া, মূত্র নালী,কিডনি ইত্যাদি আমাদের দেহের রেচনতন্ত্র। আমরা নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ি।অতি গরমে গা ঘামে।এগুলো সবই রেচনপদার্থ। তাছাড়া রেচন বলতে দেহের জন্য খারাপ, জিনিস দূরিভূত করাকে বোঝায়।আবার ফুসফুস ও আরেক ধরনের রেচনতন্ত্র। আমরা জানি যে,অতিরিক্ত পরিমানের co2 আমাদের দেহের জন্য খারাপ।ফুসফুসের মাধ্যমে এই অতিরিক্ত পরিমানের co2 আমাদের দেহ থেকে বেরিয়ে যায়। মূলত রেচনতন্ত্র আমাদের দেহের জন্য অনেক মূল্যবান।