মণ্ডী ও সুকেত রাজ্যের কুলপঞ্জিকা অনুসারে, লক্ষ্মণসেনের বংশধর সুরসেন ১২৫৯ বিক্রম সম্বৎসরে মুসলমানগণ কর্তৃক গৌড়দেশ হইতে তাড়িত হইয়া প্রয়াগে আশ্রয় গ্রহণ করিয়ছিলেন। সুরসেনের পুত্র রূপসেন, পিতার মৃত্যুর পর প্রয়াগ পরিত্যাগ করিয়া পঞ্জাবে রূপর নামক স্থানে একটি নূতন রাজ্য স্থাপন করিয়াছিলেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা