রূপনাথ ব্রহ্ম (বোড়ো : রুপনাথ ব্রহ্ম ১৯০২-১৯৬৮) একজন বোড়ো কবি, রাজনীতিবিদ এবং ধর্মীয় পণ্ডিত ছিলেন। তিনি ১৯০২ সালের ১৫ জুন কোকরাঝাড় জেলার ওওয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ধজেন্দ্র ব্রহ্মা ও ক্ষুদ্বম্শ্রী ব্রহ্মার পুত্র। ১৯৬৮ সালের ২৩ জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।[১] ব্রহ্ম ধর্ম প্রতিষ্ঠায় সাহায্য করার কৃতিত্ব তার। তাঁর কবিতাগুলি বেশিরভাগ চরিত্রে রহস্যময় ছিল। তিনি বোডোদের প্রথম মন্ত্রীও ছিলেন। রূপনাথ ব্রহ্মা আন্তঃরাজ্য বাস টার্মিনাল হিসাবে তাকে স্মরণ করার জন্য গুয়াহাটির আন্তঃরাষ্ট্রীয় বাস টার্মিনালের নামকরণ করা হয়েছে।[২]

রূপনাথ ব্রহ্ম
জন্ম১৫ জুন ১৯০২
কোকরাঝাড়, আসাম, ভারত
মৃত্যু২৩ জানুয়ারি ১৯৬৮ (৬৬ বছর)
পেশাকবি, রাজনীতিবিদ, সমাজকর্মী
সন্তানমনজিত রুপ বিক্রম ব্রহ্ম

তথ্যসূত্র সম্পাদনা

  1. Rupnath Brahma (1902-1968) bodopedia.com. Retrieved 19 July 2023
  2. "Members Bioprofile"। ২১ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।