রুশ সাম্রাজ্য কর্তৃক ক্রিমিয়ার অন্তর্ভুক্তিকরণ

ক্রিমিয়ার অঞ্চল, পূর্বে ক্রিমীয়া খানাতে কর্তৃক নিয়ন্ত্রিত, রুশ সাম্রাজ্য কর্তৃক ১৭৮৩ সালের ১৯শে এপ্রিল সংযুক্ত করা হয়েছিল।[১] অন্তর্ভুক্তিকরণের পূর্বের সময়টি ক্রিমীয় বিষয়ে রুশ হস্তক্ষেপ, ক্রিমীয় তাতারদের বিদ্রোহের একটি ধারাবাহিকতা ও অটোমান দ্বিধাদ্বন্দ্ব দ্বারা চিহ্নিত করা হয়েছিল। অন্তর্ভুক্তিকরণটি রুশ সাম্রাজ্যের দ্বারা ১৩৪ বছরের শাসন শুরু করেছিল, যা রুশ বিপ্লবের সাথে ১৯১৭ সালে শেষ হয়েছিল।

ইভান আইভাজভস্কির আঁকা: ফিওদোসিয়ায় দ্বিতীয় ক্যাথরিনের আগমন

রুশ গৃহযুদ্ধের সময় বেশ কয়েকবার হাত পরিবর্তন করার পর, ক্রিমিয়া ১৯২১ সাল থেকে রুশ এসএফএসআর-এর অংশ ছিল এবং তারপর ১৯৪৫ সালে ইউক্রেনীয় এসএসআর-এ স্থানান্তরিত হয়, যা ১৯৯১ সালে স্বাধীন ইউক্রেনের অংশ হয়ে ওঠে। রুশ ফেডারেশন ২০১৪ সালের মার্চ মাসে ক্রিমিয়াকে অন্তর্ভুক্তি করে, উপদ্বীপের রুশ শাসন পুনঃপ্রতিষ্ঠিত করে, যদিও সেই সংযুক্তি বা অন্তর্ভুক্তিকরণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়।[২][৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. M. S. Anderson (ডিসেম্বর ১৯৫৮)। "The Great Powers and the Russian Annexation of the Crimea, 1783–4"। The Slavonic and East European Review37 (88): 17–41। জেস্টোর 4205010 
  2. Aglaya Snetkov (২০১৪)। Russia's Security Policy Under Putin: A Critical Perspective। Routledge। পৃষ্ঠা 163। আইএসবিএন 978-1136759680 
  3. Casey Michel (৪ মার্চ ২০১৫)। "The Crime of the Century"The New Republic। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২২