রুটিকার (ইংরেজি: Baker বেইখ্‌র্‌) বলতে এমন একজন পেশাদারকে বোঝায় যিনি আবদ্ধ চুল্লীতে ময়দা থেকে রুটি ও রুটি-জাতীয় খাদ্য প্রস্তুত করেন এবং সেগুলি বিক্রয় করেন। যেখানে রুটিকার কাজ করেন, তাকে রুটিঘর বলা হয়।

The Baker (দ্য বেকার অর্থাৎ "রুটিকার") (আনু. ১৬৮১); ক্যানভাসে তৈলচিত্র

হাজার হাজার বছর ধরেই খাদ্যশস্যের দানা একটি প্রধান খাদ্য হিসেবে পরিগণিত হত। চুল্লীতে সেঁকে রুটি প্রস্তুত করাও তাই একটি অতিপ্রাচীন পদ্ধতি। প্রাচীন গ্রিকেরা খ্রিস্টপূর্ব ৫ম-৬ষ্ঠ শতকেই বদ্ধ চুল্লীতে সম্ভবত শত শত ধরনের রুটি প্রস্তুত করত।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Hoffman, Susanna (২০০৪)। The Olive and the Caper: Adventures in Greek Cooking। Workman Publishing। পৃষ্ঠা 589।